নিউজিল্যান্ড সিরিজ নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
নিউজিল্যান্ড সিরিজ নিয়ে যা বললেন মাশরাফি

ফাইল ছবি

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। তবে সেদেশে অনুশীলনের খুব বেশি সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। সেটা নিয়ে কি খুব চিন্তিত মাশরাফি?

মাশরাফি বলেন, 'প্রস্তুতি নিয়ে গিয়ে গতবার পারিনি। এবার প্রস্তুতি ছাড়া গিয়ে যদি পারি তাহলে পরেরবার প্রস্তুতি ছাড়াই যাবো। না তবে বিশ্বকাপের জন্য এটা খুব ভালো প্রস্তুতি। অন্তত সামনের ছয় বা পাঁচ মাসের দিকে তাকান এ কন্ডিশনের জন্য এটা খুব আদর্শ কন্ডিশন।'

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে খেলতে পারলে একটি ভিত্তি তৈরি হবে দলের, বিশ্বাস নড়াইল এক্সপ্রেসের। বিপিএলের কারণে আগেভাগে সেখানে যেতে না পারলেও নিজেদের দ্রুত সেখানে মানিয়ে নেয়ার চেষ্টা করবেন ক্রিকেটাররা বলে উল্লেখ করেছেন তিনি।

'বিশ্বকাপের জন্য একটা ভিত্তি তৈরি করা যাবে। বিপিএল চলছিল কিছু করার নেই। আমাদেরকে মানিয়ে নিতে হবে। খারাপ হলে খারাপ বলবে। ভালো হলে ভালো বলবে। মানিয়ে নেয়ার করার চেষ্টা করবো আমরা। অবশ্যই জেতার চেষ্টা করবো। সম্ভাব্য সেরা ক্রিকেট খেলার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।'

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে নেপিয়ারে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে । এরপর ক্রাইস্টচার্চে ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ও ডানেডিনে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

এদিকে, ওয়ানডে সিরিজে ভালো খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রোডস, ‘সম্প্রতি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে আমরা বেশ খুশী। ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদি। কারন ওয়ানডে ক্রিকেটেই ভালো পারফরমেন্স করে আসছি। তাই এবার নিউজিল্যান্ডে আমরা ভালো করতে সমর্থ হবো।’

এবার কিছু ম্যাচ জয়ের ইঙ্গিতও দেন রোডস, ‘আশা করি এবার কিছু ম্যাচ জিতব আমরা। আমাদের জন্য ভালো হবে, যদি আমরা কিছু ম্যাচ জিততে পারি। কারণ সেখানে ম্যাচ জয় করা কঠিন, সেটা গতবারের সফরেই প্রমাণ হয়েছে। তবে ছেলেদের সাম্প্রতিক পারফর্ম্যান্সে আমরা অত্যন্ত খুশি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড সফরেই বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা বুঝা যাবে: কোচ

নিউজিল্যান্ড সফরেই বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা বুঝা যাবে: কোচ

নিউজিল্যান্ড পৌঁছেছেন মুশফিক-মোস্তাফিজরা

নিউজিল্যান্ড পৌঁছেছেন মুশফিক-মোস্তাফিজরা

নিউজিল্যান্ড সফরে টাইগারদের সূচি

নিউজিল্যান্ড সফরে টাইগারদের সূচি

রোমাঞ্চকর ম্যাচে ড্র করলো লিভারপুল-আর্সেনাল

রোমাঞ্চকর ম্যাচে ড্র করলো লিভারপুল-আর্সেনাল