পর্যাপ্ত নিরাপত্তা না দিলে বিদেশ সফরে যাবে না বাংলাদেশ : পাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৫ মার্চ ২০১৯
পর্যাপ্ত নিরাপত্তা না দিলে বিদেশ সফরে যাবে না বাংলাদেশ : পাপন

ফাইল ছবি

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এ ঘটনার (নিউজিল্যান্ডে হামলা) পর আমাদের ভাববার সময় এসেছে নিরাপত্তা নিয়ে। এখন থেকে বাংলাদেশ দল যে দেশেই খেলতে যাক না কেন, আমাদের মিনিমাম নিরাপত্তা ব্যবস্থা না করলে খেলতে যাবে না।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানের নিজ বাস ভবনে নিউজিল্যান্ডের মসজিদে হামলা সম্পর্কে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পাপন বলেন, আমি যতটা জানতে পেরেছি আমাদের খেলোয়াড়রা তিনভাগে বিভক্ত ছিলেন। একদল মাঠে, একদল হল রুমে এবং একদল মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। তারা বাসযোগে নামাজ পড়তে গিয়েছিলেন। তবে মসজিদের কাছে যেতেই তাদের বাসের সামনে আরও একটি গাড়ি হঠাৎ থেমে যায় এবং ঐ গাড়ি থেকে সম্ভবত এক মহিলা সামনে যেতে মানা করেন।

তিনি আরও বলেন, ওই সময় তারা গুলির শব্দ শুনতে পান এবং সমজিদ থেকেও লোকজনকে বেরিয়ে আসতে দেখেন। আল্লাহ রহমতে আমাদের খেলোয়াড়রা নিরাপদে রয়েছেন।

নিরাপত্তার বিষয়ে পাপন বলেন, আসলে নিউজিল্যান্ডে এমন হামলা হতে পারে তা তারাও (নিউজিল্যান্ড) কখনও অনুমান করতে পারেনি। আমাদের বা আশেপাশের দেশে এমন ঘটনা ঘটলে যত দ্রুত পুলিশ পৌঁছাতে পারতো সেখানে কিন্তু তা হয়নি। পুলিশ যেতে অনেক সময় লেগেছে।

তিনি বলেন, তবে হ্যাঁ, আমাদের নিরাপত্তা নিয়ে আরও ভাবতে হবে। এখন থেকে বাংলাদেশ দল যেখানেই খেলতে যাক না কেন নিরাপত্তা বিষয় নিশ্চিত করা হবে। মিনিমাম নিরাপত্তা ব্যবস্থা না করলে সে দেশে বাংলাদেশ খেলতে যাবে না।

বাংলাদেশ দলের ফিরে আসার বিষয়ে তিনি বলেন, আমরা ঘটনাটি শোনার পরই আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। তাকে আমি বলেছি, যেকোন মূল্যে দ্রুত যেন আমাদের দলকে দেশে আনার ব্যবস্থা করা হয়। এখান থেকে টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। তবে এখন ওখানে কী অবস্থা রয়েছে, বিমান রয়েছে কিনা তা দেখা হচ্ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউ জিল্যান্ডে মসজিদে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন টাইগাররা!

নিউ জিল্যান্ডে মসজিদে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন টাইগাররা!

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

নিউজিল্যান্ডে হামলা : যেভাবে রক্ষা পেলেন তামিম-মিরাজরা

নিউজিল্যান্ডে হামলা : যেভাবে রক্ষা পেলেন তামিম-মিরাজরা

খেলায় মানসিকতায় নেই টাইগাররা, দ্রুত দেশে ফিরতে চান

খেলায় মানসিকতায় নেই টাইগাররা, দ্রুত দেশে ফিরতে চান