রুবেল-মোস্তাফিজকে ব্যাটিং শেখাতে মরিয়া কোচ

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২২ এপ্রিল ২০১৯
রুবেল-মোস্তাফিজকে ব্যাটিং শেখাতে মরিয়া কোচ

মিরপুরে তখন কড়া রোদ। বাংলাদেশের কোচ স্টিভ রোডস হাতে কলমে মোস্তাফিজ-রুবেলকে ব্যাটিং শেখাছিলেন। বিশ্বকাপের প্রথম দিনের প্রস্তুতি দেখে একটু হলেও আঁচ করা যাচ্ছিলো, বিশেষ কোন ছক কষছেন হেড কোচ।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্প। ক্যাম্পের প্রথম দিন অবশ্য মাত্র পাঁচ জন ক্রিকেটার অংশ গ্রহণ করেন। তাই খেলোয়াড়দের চেয়ে কোচিংস্টাফের সংখ্যাই ছিল বেশি। হেড কোচ স্টিভ রোডস, ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ট্রেনার-ফিজিও সবাই ছিলেন।

bd

এদিন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজ ও রুবেল হোসেন বিশ্বকাপ প্রস্তুতি সাড়েন। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ আধা ঘন্টা করে ব্যাটিংয়ের অনুশীলন করেন। তবে রুবেল ও মোস্তাফিজের ব্যাটিং অনুশীলনটা একটু দেখার মতো ছিল।

হেড কোচ ব্যাটিং স্টাইল ধরে ধরে মোস্তাফিজ ও রুবেলকে অনুশীলন করান।

বাংলাদেশের বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতিতে মাত্র পাঁচ ক্রিকেটার অংশগ্রহণ করার কারণ হল ঢাকা প্রিমিয়ার লিগ।

আগামী ২৮ এপ্রিল থেকে বাকী ক্রিকেটাররা ক্যাম্পে অংশগ্রহণ করবেন। তবে দেশের মাটিতে অনুশীলন ক্যাম্পে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। ভারত থেকে তিনি সরাসরি আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাবেন।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

সোমবার থেকে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্প শুরু

সোমবার থেকে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্প শুরু

কলকাতাকে হারিয়ে শোধ নিল হায়দরাবাদ

কলকাতাকে হারিয়ে শোধ নিল হায়দরাবাদ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ধোনিদের হারিয়ে দিল কোহলিরা

শ্বাসরুদ্ধকর ম্যাচে ধোনিদের হারিয়ে দিল কোহলিরা

টেন্ডুলকারের পরামর্শ চান পাকিস্তানের আবিদ

টেন্ডুলকারের পরামর্শ চান পাকিস্তানের আবিদ