ডি ভিলিয়ার্সকে হটিয়ে ছক্কার ‘রাজা’ গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ পিএম, ৩১ মে ২০১৯
ডি ভিলিয়ার্সকে হটিয়ে ছক্কার ‘রাজা’ গেইল

ছবি : গেটি ইমেজ

দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে হটিয়ে বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাকানোর রেকর্ডটি নিজের করে নিলেন ক্রিস গেইল। এর আগে ৩৭ ছক্কা নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ডি ভিলিয়ার্স ও গেইল।

বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে এককভাবে শীর্ষ স্থান দখল করলেন গেইল। ক্রিস গেইলের দখলে এখন পর্যন্ত ৪০টি ছক্কা হাকানোর রেকর্ড যুক্ত হয়েছে।

চলমান বিশ্বকাপে শুক্রবার (৩১ মে) পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হাসান আলীর বলে প্রথম ছক্কা মেরে সংখ্যাটা ৩৮ করেন ওয়েস্ট ইন্ডিজের গেইল। শেষ পর্যন্ত ৩টি ছক্কা হাকিয়ে সংখ্যাটা ৪০-এ নিয়ে যান তিনি।

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পাওয়া ম্যাচে শেষ পর্যন্ত তিন ছক্কা ও ছয় চারে ৩৪ বলে ৫১ রান করেন গেইল। বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ ৩১টি ছক্কার মালিক অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।

এদিকে সবেমাত্র শুরু হওয়া বিশ্বকাপ আসরে গেইরের জন্য আরও অনেক ম্যাচ অপেক্ষা করছে। সে ক্ষেত্রে বিশ্বকাপে তার ছক্কা হাকানোর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় তা এখনি বলা মুশকিল।

বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাকানো শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
ক্রিস গেইল- ৪০*
এবি ডি ভিলিয়ার্স-৩৭
রিকি পন্টিং- ৩১
ব্রেন্ডন ম্যাককালাম- ২৯
হার্শেল গিবস- ২৮।


শেয়ার করুন :


আরও পড়ুন

হুঙ্কার দেওয়া পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে ধরা

হুঙ্কার দেওয়া পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে ধরা

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ রেকর্ডসমূহ

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ রেকর্ডসমূহ

দর্শকদের জন্যই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন গেইল

দর্শকদের জন্যই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন গেইল

বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ পাঁচ ইনিংস

বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ পাঁচ ইনিংস