এটাই ক্রিকেটের নিয়ম : অবসর বার্তায় মালিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৬ জুলাই ২০১৯
এটাই ক্রিকেটের নিয়ম : অবসর বার্তায় মালিক

ফাইল ছবি

কোন বিদায়ী ম্যাচ না খেলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। চলমান বিশ্বকাপে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে দলের জয়ের পরপরই নিজের অবসরের ঘোষণা দেন তিনি।

বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে অবসর নেবেন বলে গত বছরই ঘোষণা দিয়েছিলেন মালিক এবং আসরে নিজেদের শেষ ম্যাচে লর্ডসে পাকিস্তান ৮৪ রানে বাংলাদেশকে হারানোর পরই নিজের পরিকল্পনা বাস্তবায়ন করেন তিনি।

৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার টি-২০ খেলা চালিয়ে যাবেন। তবে ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা দেওয়াটা একটি আবেগময় মুহূর্ত বলে স্বীকার করেছেন মালিক।

চলতি বিশ্বকাপে তিন ম্যাচের দুটিতে শূন্য রানে আউট হওয়ায় আর সুযোগ না পাওয়া মালিক বলেন, ‘একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।’

ভারতীয় টেনিস তারবা সানিয়া মির্জাকে বিয়ে করা মালিক বলেন, ‘আমার সবচেয়ে পছন্দের এ ভার্সন (ওয়ানডে ক্রিকেট) থেকে অবসর নেওয়াটা আমার জন্য অত্যন্ত কষ্টের। তবে এর মাধ্যমে আমি এখন আমার পরিবারকে আরও বেশি সময় দিতে ও আগামী বছর অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের প্রতি মনোনিবেশ করতে পারব।’

পাকিস্তানের হয়ে ২৮৭ ওয়ানডে ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ মোট ৭৫৩৪ করেছেন মালিক। গত ১৬ জুন ম্যানচেস্টারে চির প্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন এ অলরাউন্ডার।

৪১ ওয়ানডেতে পাকিস্তান দলের নেতৃত্ব দেওয়া এ অফ স্পিনার বল হাতে শিকার করেছেন ১৫৮ উইকেট। বাজে ফর্ম দিয়ে অবসর নিতে হওয়ায় নিজে হতাশ বলেও জানান মালিক। বলেন, ‘হ্যাঁ, বিশ্বকাপ শিরোপা জিততে আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম। তবে একই সাথে সব কিছু আপনার চিন্তা অনুযায়ী হবে না এবং এটাই ক্রিকেটের নিয়ম।’

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা সতীর্থ ব্যাটসম্যান হারিস সোহেল সম্পর্কে মালিক বলেন, ‘দুই অথবা তিন ম্যাচ দিয়ে আপনি একজন খেলোয়াড়কে বিচার করতে পারেন না। তবে তারপরও আমার বদলি হিসেবে নামা খেলোয়াড় ভালো করায় আমি খুশি। আমি কখনোই ভাবিনি পাকিস্তানের হয়ে আমি ২০ বছর খেলব। কিন্তু আপনি কঠোর পরিশ্রম ও সততা নিয়ে খেলবেন, আপনি সেরাটাই অর্জন করবেন, যা আমার বেলায় ঘটেছে।’

দুই বছর আগে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নিজের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট এবং চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় আমার ওয়ানডে ক্যারিয়ারের উল্লেখযোগ্য।’


শেয়ার করুন :


আরও পড়ুন

সমান পয়েন্ট নিয়েও পাকিস্তানের বিদায়

সমান পয়েন্ট নিয়েও পাকিস্তানের বিদায়

৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তিতে পাকিস্তান, কাকতলীয় নাকি অন্যকিছু?

৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তিতে পাকিস্তান, কাকতলীয় নাকি অন্যকিছু?

পাকিস্তান দলে কোন্দল নেই, ব্যর্থতার দায় সবার

পাকিস্তান দলে কোন্দল নেই, ব্যর্থতার দায় সবার

প্রধানমন্ত্রীর পরামর্শ শুনেননি সরফরাজ

প্রধানমন্ত্রীর পরামর্শ শুনেননি সরফরাজ