এমসিসি থেকে সাকিবের পদত্যাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৯
এমসিসি থেকে সাকিবের পদত্যাগ

ফাইল ছবি

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। এমসিসি এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

২০১৭ সালে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এমসিসি ক্রিকেট কমিটির সদস্য হয়েছিলেন সাকিব। তবে ক্রিকেট থেকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হওয়ায় সাকিব নিজের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিবকে দু’বছরের জন্য নিষিদ্ধ করে। দুর্নীতি দমন ইউনিটের কাছে জুয়াড়িদের ব্যাপারে তথ্য গোপন রাখার অপরাধে আইসিসি শাস্তি সাকিবকে এ শাস্তি দিয়েছে। তবে নিজের দায় স্বীকার করায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হওয়ায় এমসিসির পদ থেকে সরে যাওয়ার সিদ্বান্ত নেন সাকিব। এ ব্যাপারে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেছেন, ‘সাকিবকে কমিটি থেকে হারানোয় আমরা ব্যথিত। গত কয়েক বছরে এখানে যথেষ্ট অবদান রেখেছে সে। সাকিবের পদত্যাগের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই আমরা। সঠিক সিদ্ধান্ত সে নিয়েছে বলে আমরা মনে করি।’

ক্রিকেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে প্রস্তাব দেয় এমসিসি। তাদের প্রস্তাবেই ক্রিকেটে নানা পরিবর্তন আসে। প্রতি বছর দু’বার এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ২০২০ সালের মার্চে শ্রীলঙ্কায় পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল ভারতীয় জুয়াড়ি

সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল ভারতীয় জুয়াড়ি

সাকিব শক্তভাবে আবার ফিরে আসবে : শিশির

সাকিব শক্তভাবে আবার ফিরে আসবে : শিশির

ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হয়ে দুঃখিত সাকিব

ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হয়ে দুঃখিত সাকিব