পুত্রকে নিয়ে খুশির সঙ্গে চিন্তিতও মুশফিক!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮
পুত্রকে নিয়ে খুশির সঙ্গে চিন্তিতও মুশফিক!

ছেলের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। রাজধানীর একটি হাসপাতালে গত সোমবার পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত।

প্রথম বাবা হওয়ার অনুভুতি কেমন মুশির? মুশফিক যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি এ প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। বাদ যায়নি বিসিবিতেও।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি জানাতে গিয়ে মুশফিকুর বলেন, ‘আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। বাবা হওয়ার অনুভুতিটা আসলে বলে বুঝানো যাবে না। সবাই দোয়া করবেন সে এবং আমার সহধর্মিনী যেন সুস্থ থাকে। সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, আমি দেশবাসীর কাছে সেই দোয়া চাই।’

প্রথম পুত্র সন্তানের বাবা হওয়ার আনন্দের মাঝে কিছুটা চিন্তায় রয়েছেন মুশফিকুর। ছেলের নাম নিয়ে তার চিন্তা। তবে এক সপ্তাহের মধ্যে আকিকা দিয়ে পুত্র সন্তানের নাম রাখা হবে জানান মুশি, ‘একটু কনফিউশনে আছি। নাম এখনও ঠিক করতে পারিনি। সাত দিনের মধ্যে আকিকা হবে, এরপর তার নামও রাখা হবে।’

প্রথম বাবা হবার অনুভূতি জানাতে গিয়ে শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট নিয়েও কথা বলেন মুশফিকুর। প্রথম ইনিংসে ২শ’ রানে পিছিয়ে পড়েও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র করে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরিতে প্রথমবারের মত টেস্টে জাতীয় দলের নেতৃত্ব দেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাই নতুন অধিনায়কের প্রশংসা করতে ভুললেন না মুশফিকুর।

তিনি বলেন, ‘আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এমন কিছু সিদ্ধান্ত ছিল, যা রিয়াদ ভাই সব সময়ই নেন। অতীতে ঘরোয়া পর্যায়ে, বিপিএলেও রিয়াদ ভাই খুব ভালো অধিনায়কত্ব করেছেন। রিয়াদ ভাই অধিনায়ক থাকলে পারফরমেন্সও অন্য রকম হয়। এটা আমাকেও অনুপ্রাণিত করেছে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় মুশফিকদের অনুপ্রেরণা

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় মুশফিকদের অনুপ্রেরণা

সিরিজ জয়ের স্বপ্ন দেখছে মুশফিক

সিরিজ জয়ের স্বপ্ন দেখছে মুশফিক

ওটাই ম্যাচ বাঁচানো ইনিংস ছিল : মমিনুল

ওটাই ম্যাচ বাঁচানো ইনিংস ছিল : মমিনুল

দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারালো ভারত

দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারালো ভারত