‘যৌন হেনস্তা’র অভিযোগে ভারতীয় নারী দলের কোচ বরখাস্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২২ মার্চ ২০২০
‘যৌন হেনস্তা’র অভিযোগে ভারতীয় নারী দলের কোচ বরখাস্ত

নারী ক্রিকেটারদের ‌‘যৌন হেনস্তা’ করায় কোচের চাকরি হারিয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান অতুল বেদাদ। বারোদা নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি।

সম্প্রতি নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের শারীরিক গড়ন নিয়ে অরুচিকর মন্তব্য করেছিলেন অতুল। যে কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ) বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিসিএ-এর পক্ষ থেকে বলা হয়, নারী ক্রিকেটারদের শারীরিক গড়ন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন কোচ অতুল বেদাদ। যা একজন পেশাদার কোচ বা অ্যাথলেট থেকে কখনোই কাম্য নয়। এটা নারীদের ‘যৌন হেনস্তা’ করার সামিল। ফলে আপাতত তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অজিত লেল বলেছেন, ‘জরুরি নোটিশে অতুল বেদাদকে বরখাস্ত করা হয়েছে। বিসিএ-এর বাইরে একজন নিরপেক্ষ সদস্যের উপস্থিতিতে তদন্ত করার পর সিদ্ধান্ত হবে। যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক শাস্তি হলো বরখাস্ত করা, তাই করা হয়েছে।’

তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অতুল বেদাদ। তিনি বলেছেন, ‘অভিযোগ ও বরখাস্তের সংবাদ দুটোই আমাকে স্তম্ভিত করেছে, আমি হতবাক ও হতাশ হয়েছি। কারণ, আমার বিরুদ্ধে বলা এসব কথাবার্তার সবই ভিত্তিহীন এবং পুরোপুরি মিথ্যা।’

তিনি আত্মপক্ষ সমর্থন করে শিগগিরই আনুষ্ঠানিক বার্তা দেবেন বলেও জানিয়েছেন।

নব্বইয়ের দশকে ভারতের জার্সি গায়ে ১৩টি ওয়ানডে খেলেছেন অতুল। উল্লেখযোগ্য কোনো সাফল্য না থাকা সাবেক এই ক্রিকেটারের নামের পাশে রানের সংখ্যা ১৫৮।


শেয়ার করুন :


আরও পড়ুন

রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব

রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব

ক্রিকেটে যেসব অস্বাস্থ্যকর অভ্যাস বাদ দেওয়ার সময় এসেছে

ক্রিকেটে যেসব অস্বাস্থ্যকর অভ্যাস বাদ দেওয়ার সময় এসেছে

পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিলেন ওয়ার্নার

পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিলেন ওয়ার্নার

নিষেধাজ্ঞায় থাকা আকমলের সামনে মহাবিপদ

নিষেধাজ্ঞায় থাকা আকমলের সামনে মহাবিপদ