দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফর স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২০ এপ্রিল ২০২০
দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফর স্থগিত

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে স্থগিত হচ্ছে একের পর এক টুর্নামেন্ট। এবার সে তালিকায় নতুন করে যুক্ত হলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে জুনের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফরটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সোমবার দুপুরে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ড. জ্যাক ফল জানিয়েছেন, আমরা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছি তবে পরবর্তীতে আবারও এই সিরিজ আয়োজন করা হবে।

তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমরা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট স্বাভাবিক অবস্থায় ফিরলে আমরা সিরিজটির পূনঃসূচি নির্ধারণ করবো।

খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান, এমন লকডাউন পরিস্থিতিতে আমাদের খেলোয়াড়েরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারতো না। আর আমাদের কাছে আমাদের খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জুনে হতে যাওয়া সিরিজটি স্থগিত হওয়ায় চলতি বছরের অক্টোবর - নভেম্বরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতিতে ঘাটতি তৈরী করবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে লিগের জন্য আমাদের এই সফরটি গুরুত্বপূর্ণ ছিল। গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় ভালো করতে চায় খেলোয়াড়েরা। সিরিজ না হওয়া তাদের জন্য হতাশাজনক।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ নিয়ে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে চায় আইসিসি

বিশ্বকাপ নিয়ে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে চায় আইসিসি

নতুন ঠিকানায় ডেভ হোয়াটমোর

নতুন ঠিকানায় ডেভ হোয়াটমোর

এটি আমাদের ক্রিকেটের জন্য বড় ধাক্কা : টেইলর

এটি আমাদের ক্রিকেটের জন্য বড় ধাক্কা : টেইলর

জুয়াড়িদের নিয়ে ক্রিকেটারদের সতর্কবার্তা দিল আইসিসি

জুয়াড়িদের নিয়ে ক্রিকেটারদের সতর্কবার্তা দিল আইসিসি