খেলোয়াড়দের মাঠে ফেরাতে গাইডলাইন দিয়েছে ইসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৪ মে ২০২০
খেলোয়াড়দের মাঠে ফেরাতে গাইডলাইন দিয়েছে ইসিবি

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে খেলোয়াড়রা। তবে ক্রিকেটকে পুনরায় চালুর পরিকল্পনা করা হচ্ছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যে জানিয়েছে, যদি পরিস্থিতির উন্নতি হয় তবে জুলাইয়ে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা রয়েছে তাদের।

তবে মাঠে ফেরার জন্য খেলোয়াড়দের উপর কোন চাপ দিচ্ছে না ইসিবি, বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন, দেশটির উইকেটরক্ষক-বাটসম্যান জস বাটলার।

তিনি বলেন, ‘ইতোমধ্যে খেলোয়াড়দের জন্য ইসিবির পক্ষ থেকে একটি গাইডলাইন দেয়া হয়েছে। সেটি হলো, মাঠে খেলা ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তবে খেলোয়াড়দের উপর কোন চাপ সৃষ্টি করা হবে না।

ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলসের বক্তব্য স্পষ্ট। সবার আগে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তা। এরপর অন্য সববিছু। কোন খেলোয়াড় যদি মাঠে অনুশীলন বা খেলতে অস্বস্তিবোধ করে, তাকে অংশ নিতে হবে না। স্বাস্থ্য ঝুঁকি থাকলে বাটলার নিজেও মাঠে যাবেন না।

তিনি বলেন, ‘স্বাস্থ্য ঝুঁকি থাকলে বা আমি যদি পরিস্থিতি নিরাপদ মনে না করি, আমি নিজেও মাঠে যাবো না। কারণ আমার দ্বারা আমার পরিবার অসুস্থ হতে পারে। এটি কোন খেলোয়াড়ই চাইবে না।’

তবে দ্রুত অনুশীলনের জন্য মাঠে ফেরার ইঙ্গিত দিলেন বাটলার। তার আগে ইসিবি মেডিকেল টিমের সাথে আলোচনা করবেন তিনি, ‘আমাদের মেডিকেল টিমের উপর আমার ও আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা খেলোয়াড়দের সাথে সবকিছুই আলোচনা করে। গত দু’মাস ধরে তারা প্রতিদিনই আমাদের সাথে যোগাযোগ রাখছে।

তাদের দিক-নির্দেশনাগুলো আমরা যথাযথভাবে পালন করেছি। ফিটনেস থেকে শুরু করে সবকিছুই। মেডিকেল টিমের সাথে আলোচনা করে আগামী দু’সপ্তাহের মধ্যে অনুশীলনের জন্য স্টেডিয়ামে যাওয়ার চেষ্টা করবো।’

দলীয়ভাবে নয়, এককভাবে অনুশীলনে ফিরতে পারেন বাটলার। তিনি বলেন, ‘আমি সরকারের দিক-নির্দেশনা জানি। আশা করছি সামাজিক দূরত্ব মেনে দুই সপ্তাহের ভেতরে অনশীলন শুরু করতে পারি। নেটে বল থ্রো করার জন্য একজন লাগবে। অনুশীলন শেষে আবার নিজের গাড়িতে বাসায় ফিরে আসবো।’

দু’মাসের বেশি সময় ধরে মাঠে বাইরে ক্রিকেটাররা। এত বড় বন্ধে সুবিধা দেখছেন বাটলার, ‘বেশ কয়েক বছর পরে আমরা বড় ধরনের বন্ধই পেলাম। এতে খেলোয়াড়দেরই উপকার হবে। খেলোয়াড়দের বিশ্রামের খুব দরকার ছিল। আমার মনে হয় প্রত্যেকেই এই বিশ্রাম উপভোগ করেছে। মাঠে তরতাজা হয়ে সবাই ফিরবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির চোখে ভারতের সেরা ফিল্ডার যিনি

কোহলির চোখে ভারতের সেরা ফিল্ডার যিনি

ডু প্লেসিসের চোখে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন

ডু প্লেসিসের চোখে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন

নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল!

নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল!

করোনার মাঝেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে ফিরছে ক্রিকেট

করোনার মাঝেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে ফিরছে ক্রিকেট