একমাত্র বাংলাদেশেই ভারত কখনো সমর্থন পায় না : রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪১ এএম, ১৬ মে ২০২০
একমাত্র বাংলাদেশেই ভারত কখনো সমর্থন পায় না : রোহিত

ফাইল ছবি

করোনার এই সঙ্কটময় অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেট তারকাদের নিয়ে লাইভ আড্ডার আয়োজন করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (১৫ মে) তামিমের লাইভ আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সেখানেই টাইগার সমর্থকদের ভূয়সী প্রশংসায় মাতেন তিনি।

ক্রিকেটে বাংলাদেশের সমর্থকদের সমর্থন চোখে পড়ার মতো। এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসও তামিমের লাইভে বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করেছেন। আর শুক্রবার (১৫ মে) তামিমের লাইভে এসে রোহিত শর্মাও শোনালেন বাংলাদেশের সমর্থকদের প্রশংসার বাণী।

রোহিত শর্মা বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে খেলতে যাই। আর যেখানেই খেলতে যাই না কেন সেখানেই আমরা অনেক সমর্থন পাই। কেবল বাংলাদেশেই আমরা দর্শকদের কোনো সমর্থন পাই না। আমি জানি স্টেডিয়ামের আমাদের ২শ বা ৩শ সমর্থক আছে কিন্তু বাংলাদেশের সমর্থকদের জন্য তাদের শোনা যায় না। তোমাদের সমর্থকরা তোমাদের অনেক সমর্থন দেয়।’

ভারতীয় ওপেনার সঙ্গে গলা মিলিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবালও। তিনি বলেন, ‘ হ্যাঁ আসলেই আমাদের সমর্থকরা আমাদের অনেক সমর্থন করে। সব সময় আমাদের পেছনে থেকে উৎসাহ দেয়। আমাদের সমর্থকরা অনেক আবেগী।’

টাইগার দলপতির সঙ্গে একমত রোহিত শর্মাও। বলেন, ‘আমার কাছে মনে হয় বাংলাদেশের দর্শকরা দুর্দান্ত। আমি তোমাদের ফ্যানদের মতো এমন আবেগি ফ্যান আর কোথাও দেখেছি কি-না মনে পড়ে না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

গভীর রাত পর্যন্ত সৌরভের কলের অপেক্ষায় ছিলেন তামিম

গভীর রাত পর্যন্ত সৌরভের কলের অপেক্ষায় ছিলেন তামিম

অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টের প্রস্তাবে ভারতের না

অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টের প্রস্তাবে ভারতের না

কোহলিদের মাঠে ফেরানোর চিন্তায় ভারত

কোহলিদের মাঠে ফেরানোর চিন্তায় ভারত

ভারতের কাছে বিশ্বকাপ হারার কারণ জানালেন হোল্ডিং

ভারতের কাছে বিশ্বকাপ হারার কারণ জানালেন হোল্ডিং