কোহলিদের মাঠে ফেরানোর চিন্তায় ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০২ পিএম, ১৫ মে ২০২০
কোহলিদের মাঠে ফেরানোর চিন্তায় ভারত

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে দু’মাস ধরে ক্রিকেট থেকে দূরে রয়েছেন খেলোয়াড়রা। এমনকি ফিটনেস ঠিক রাখতে যথাযথভাবে অনুশীলনও করতে পারছে না তারা। জাতীয় দলের ফিটনেস কোচের দেওয়া ফিটনেস ট্রেনিং নিজ-নিজ ঘরেই সাড়ছে বিশ্বের সকল ক্রিকেটাররা।

বিশ্বের এমন পরিস্থিতিতে আবারও কবে মাঠে খেলা ফিরবে তা অনিশ্চিত। তবে ক্রিকেটকে মাঠে ফেরাতে সর্বাত্মক চেষ্টা করছে বিভিন্ন দেশের বোর্ড। আগামী সপ্তাহ থেকে অনুশীলনে ফিরছে ইংল্যান্ড জাতীয় দল। এবার সেই তালিকায় নাম উঠতে পারে ভারতেরও।

কোহলি-রোহিতদের জন্য সেফ জোনে ‘আইসোলেশন ক্যাম্প’ বানিয়ে অনুশীলনের ব্যবস্থা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।

ভারতে যেসব জায়গায় করোনার প্রভাব কম, সেখানেই ক্যাম্প করতে চায় বিসিসিআই। তবে ক্যাম্পে যোগ দেওয়ার আগে অবশ্যই ক্রিকেটার, কোচিং স্টাফসহ সকলকে সবধরনের স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে।

বিসিসিআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিসিসিআইয়ের অগ্রাধিকার পাবে। যেখানে কোন করোনা নেই, স্বাস্থ্য ঝুঁকি নেই, সেখানেই হবে ক্যাম্প। এ জন্য আমরা আমাদের কার্যকলাপ শুরু করেছি। পুরো দেশের বিভিন্ন অঞ্চলের সেফ জোনগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে। সম্পূর্ণভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় ক্যাম্প হবে।’

এ বিষয়ে খেলোয়াড়দের সাথে আলোচনা করা হবে বলেও জানান বিসিসিআই-এর ঐ কর্মকর্তা। বলেন, ‘আমাদের পরিকল্পনাগুলো খেলোয়াড়দের জানানো হবে। তাদের মতামতেরও প্রয়োজন রয়েছে। তারা যদি সায় দেয়, তবেই সেফ জোনে ‘আইসোলেশন ক্যাম্প’ করা হবে এবং অনুশীলনও শুরু হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

আগ্রাসী ধোনিকে শান্ত বানিয়েছিলেন চ্যাপেল

আগ্রাসী ধোনিকে শান্ত বানিয়েছিলেন চ্যাপেল

ওয়ানডের নিয়ম নিয়ে কী বলছেন টেন্ডুলকার

ওয়ানডের নিয়ম নিয়ে কী বলছেন টেন্ডুলকার

কোহলি সেরা ব্যাটসম্যান, তবে সেরা ক্যাপ্টেন ধোনি : ধাওয়ান

কোহলি সেরা ব্যাটসম্যান, তবে সেরা ক্যাপ্টেন ধোনি : ধাওয়ান

আত্মহত্যা করতে চেয়েছিলেন আশরাফুল

আত্মহত্যা করতে চেয়েছিলেন আশরাফুল