‘শচীনকে আউট দিতে ভয় পেয়েছিলেন আম্পায়ার’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৭ মে ২০২০
‘শচীনকে আউট দিতে ভয় পেয়েছিলেন আম্পায়ার’

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার। তবে ডেল স্টেইন দাবি করেছেন, ১৯০ এর ঘরে শচীনকে এলবিডব্লিউ করেছিলেন তিনি, কিন্তু আম্পায়ার ইয়ান গোল্ড আউট দেননি।

আম্পায়ার ইয়ান গোল্ড তাকে ভয় দেখান যে তিনি শচীনকে আউট দিলে তিনি হোটেলে ফিরে যেতে পারবেন না। সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টের সময় ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে আড্ডায় এমন অভিযোগ তুলেছেন ডেল স্টেইন।

স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টের সময় ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে শচীনকে আউট করা কতটা কঠিন তা নিয়ে আলোচনা করে স্টেইন বলেছিলেন, ‘আমার মনে আছে- আমি ওকে এলবিডব্লিউ আউট করেছিলাম, ও ১৯০-এর ঘরে ছিল। গোল্ড আম্পায়ার ছিল, এবং ও নটআউট দিয়েছিল।’

‘এবং আমি জানতে চেয়েছিলাম, কেন আপনি তাকে আউট দেননি !? তিনি বলেছিলেন, ‘বন্ধু, চারপাশে দেখো - আমি যদি ওকে আউট দিই, তবে আমি হোটেলে ফিরতে পারব না।’

sportsmail24

স্টেইন অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের সেরা রান সংগ্রহকারী ও সেঞ্চুরিকারী টেন্ডুলকারের প্রতি সম্মান দেখিয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন।

তিনি বলেন, ‘ও খুব ভাল ছিল এবং খুব কমই এলবিডব্লিউ হয়েছে।’

আর, জিমি যেমন বলেছিল, আপনি কেবল তার কাছে কোনও খারাপ বল করতে চাননি। বিশেষত ভারতের মতো জায়গায়। আপনি একটি খারাপ বল করলেই তিনি আপনাকে চার মারেন। তিনি আপনাকে মুম্বাইতে যখন চারটি করে চার মারেন, মনে হয় পৃথিবী আপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঝাড়ি-টারি কম দিস, বয়সে তো আমি বড় : মমিনুলকে তামিম

ঝাড়ি-টারি কম দিস, বয়সে তো আমি বড় : মমিনুলকে তামিম

তাইজুল যদি না থাকতো, আমরা কেউ বাঁচতাম না : তামিম

তাইজুল যদি না থাকতো, আমরা কেউ বাঁচতাম না : তামিম

সাকিবের সেই অশ্লীল ইঙ্গিতের ব্যাখ্যা দিলেন শফিউল

সাকিবের সেই অশ্লীল ইঙ্গিতের ব্যাখ্যা দিলেন শফিউল

আফ্রিদির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

আফ্রিদির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ