ওয়ানডে ক্রিকেটে মিরাজের অন্যরকম হাফ-সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ২৪ মে ২০২১
ওয়ানডে ক্রিকেটে মিরাজের অন্যরকম হাফ-সেঞ্চুরি

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মেহেদি হাসান মিরাজ। লঙ্কান অধিনায়ক কুশল পেরেরাকে আউট করে এ কীর্তি গড়েন মিরাজ।

রোববার (২৩মে) শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ৪৮তম ওয়ানডে খেলতে নামেন মিরাজ। শ্রীলঙ্কার ইনিংসের ২৩তম ওভারে লঙ্কান ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিরাজ। এটিই ছিলো ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম শিকার।

এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে চার উইকেট শিকার করেছেন ওয়ানডে বোলার র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা মেহেদি মিরাজ। অনুর্দ্ধ ১৯ দলের সাবেক এ অলরাউন্ডার জাতীয় নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমান দিতে না পারলেও বোলিংয়ে বেশ কার্যকরী হয়ে উঠছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১০ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে শিকার করেছে ৪ উইকেট। এছাড়াও দুই ওভার মেডেন দিয়েছেন তিনি। একই ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পেশাদার ক্রিকেটে ১০০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। আর প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন

মঙ্গলবার (২৫ মে) একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বল হাতে সাকিবের হাজার উইকেট

বল হাতে সাকিবের হাজার উইকেট

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৪ হাজার

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৪ হাজার

বাংলাদেশের বায়ো-বাবল নিয়ে যা বললো শ্রীলঙ্কা

বাংলাদেশের বায়ো-বাবল নিয়ে যা বললো শ্রীলঙ্কা

মেয়াদ বাড়ছে টাইগার কোচ ডোমিঙ্গোর!

মেয়াদ বাড়ছে টাইগার কোচ ডোমিঙ্গোর!