জুনে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ, ভ্যেনু ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২১ মার্চ ২০১৮
জুনে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ, ভ্যেনু ভারত

চলতি বছরের জুনে আফগানিস্তানের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন শোনা গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আজ বুধবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

১৪ জুন আফগানদের ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক দিন। এ দিনে টেস্ট ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে পা রাখবে আফগানিস্তান। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান। ওই টেস্টের আগেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চায় আফগানরা।

এদিকে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী মে-জুনে বাংলাদেশের হাতে কোনো সিরিজ নেই। বলতে গেলে ওই সময়টাকে বাংলাদেশ ক্রিকেট দল অখণ্ড অবসর কাটাবে। ফলে ওই সময়টায় সুযোগটা নিতে চায় আফগানিস্তান। এছাড়া আফগানদের এ প্রস্তাবে নীতিগতভাবে সায়ও দিয়েছে বিসিবি। তবে ম্যাচটি বাংলাদেশে নয়, অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে।

আফগানিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাাওয়ার কথা জানিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ‘আমরা আফগান ক্রিকেট বোর্ডের কাছ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাবে পেয়েছি। ভেন্যু ভারতের দেরাদুন এবং সময়কাল জুনের প্রথম সপ্তাহে।’

তিনি আরও বলেন, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, সিরিজ খেলতে রাজি। তবে এ বিষয়ে এখনও আলোচনা চলছে। সিরিজ এবং সূচি নিশ্চিত হয়নি।


শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরুর পর বাংলাদেশ ছাড়লেন হ্যালসলও

হাথুরুর পর বাংলাদেশ ছাড়লেন হ্যালসলও

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের লিগ পর্ব শেষে কে কোথায়?

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের লিগ পর্ব শেষে কে কোথায়?

আশরাফুল উড়ছেই : জিতেও সুপার সিক্সে বঞ্চিত মোহামেডান

আশরাফুল উড়ছেই : জিতেও সুপার সিক্সে বঞ্চিত মোহামেডান

আপিলে রাবাদার জয়, কেপটাউনে খেলার বাধা কাটলো

আপিলে রাবাদার জয়, কেপটাউনে খেলার বাধা কাটলো