মাশরাফিকে টপকে তৃতীয় স্থানে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৮ মার্চ ২০২২
মাশরাফিকে টপকে তৃতীয় স্থানে সাকিব

ওয়ানডে ক্রিকেটে ম্যাচ সংখ্যায় মাশরাফি বিন মর্তুজাকে  টপকে গেলেন সাকিব আল হাসান। শুক্রবার (১৮ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমে এই রেকর্ড গড়েন সাকিব।

শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দেশের হয়ে ২১৯তম ওয়ানডে খেলতে নেমেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন সাকিব।

দেশের হয়ে ওয়ানডে ক্যারিয়ারে ২১৮ ম্যাচ খেলেছেন মাশরাফি। আফগানিস্তানের বিপক্ষে তার সমান ম্যাচ খেলার রেকর্ড গড়েন সাকিব।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। তিনি খেলেছেন ২৩১ ওয়ানডে। ২২৩ ওয়ানডে খেলে দ্বিতীয় স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

পঞ্চম সর্বোচ্চ ২০৪ ওয়ানডে ম্যাচ খেলেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর ষষ্ঠ স্থানে থাকা মোহাম্মদ আশরাফুল খেলেছেন ১৭৫ ম্যাচ।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত পাঁচজন ক্রিকেটারই দুইশ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার সিনিয়ের বাইরে সর্বোচ্চ ৭২ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোস্তাফিজুর রহমানের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অর্ধশতকেই থামলো লিটনের ব্যাট 

অর্ধশতকেই থামলো লিটনের ব্যাট 

সাকিবকে বিশ্রামে রাখার ‘বার্তা’ পাননি তামিম

সাকিবকে বিশ্রামে রাখার ‘বার্তা’ পাননি তামিম

ডোমিঙ্গোর ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী : মাশরাফি

ডোমিঙ্গোর ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী : মাশরাফি

আইপিএলে চুক্তিবদ্ধ প্রোটিয়ারা খেলবে না বাংলাদেশ সিরিজে

আইপিএলে চুক্তিবদ্ধ প্রোটিয়ারা খেলবে না বাংলাদেশ সিরিজে