ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৮ জুলাই ২০২২
ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে ভারত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি বছরের আগস্টে জিম্বাবুয়ে যাবে ভারতের জাতীয় ক্রিকেট দল। সিরিজের সূচি এখনো চূড়ান্ত না হলেও আগস্টের শেষ সপ্তাহে হতে পারে ম্যাচগুলো।

তিন ম্যাচই ওয়ানডে সুপার লিগের হওয়ায় জিম্বাবুয়ের জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ ২০২৩ বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করার জন্য। অন্যদিকে আয়োজক দেশ হিসেবে সরাসরি কোয়ালিফাই করায় ভারতের জন্য এই সিরিজ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। 

ছয় বছরে এটাই প্রথম জিম্বাবুয়ে সফর ভারতের। সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। 

“ভারতকে আতিথেয়তা দিতে পারবো বলে আমরা খুব উচ্ছ্বসিত। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ও স্মরণীয় সিরিজে অপেক্ষায় আছি” ক্রিকেটবিষয় জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন  জিম্বাবুয়ে ক্রিকেটের (জেড সি) এক কর্মকর্তা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্রাম চাইছেন কোহলি

তিন ম্যাচ সিরিজের সব ম্যাচই জিম্বাবুয়ের রাজধানী হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। চলতি বছরের ১৫ আগস্ট ভারতের জিম্বাবুয়ের পৌছানোর কথা রয়েছে। 

“ভারতীয় খেলোয়াড়দের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটা জিম্বাবুয়ের জন্য দারুণ কিছু। জিম্বাবুয়ের তরুণ ক্রিকেটারদের মধ্যে এই সিরিজের জন্য আগ্রহ তৈরি হবে। সবকিছু মিলিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য দারুণ একটা সিরিজ হতে চলেছে” বলেন জিম্বাবুয়ে ক্রিকেটের টেকনিক্যাল ডিরেক্টর লালচাঁদ রাজপুত। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতীয় অধিনায়কদের মধ্য দ্রুততম রোহিত, পিছনে ফেললেন কোহলিকে

ভারতীয় অধিনায়কদের মধ্য দ্রুততম রোহিত, পিছনে ফেললেন কোহলিকে

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বেয়ারস্টোর বড় লাফ, দশের বাইরে কোহলি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বেয়ারস্টোর বড় লাফ, দশের বাইরে কোহলি

১৩ দেশ ঘুরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

১৩ দেশ ঘুরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

তামিমের সিদ্ধান্ত জানতে অপেক্ষায় বিসিবি

তামিমের সিদ্ধান্ত জানতে অপেক্ষায় বিসিবি