ওয়ানডে দলে নতুন চার মুখ, ফিরেছেন এনামুল-মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৩ জুলাই ২০১৮
ওয়ানডে দলে নতুন চার মুখ, ফিরেছেন এনামুল-মোস্তাফিজ

টাইগদের টেস্ট মিশন শুরু আগেই ওয়ানডে স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার ঘোষিত ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন নতুন চার মুখ, দলে ফিরেছেন চোটে পড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও এনামুল হক বিজয়।

স্কোয়াডে ডাক পাওয়া নতুন চারজন হলেন- নাজমুল হোসেন শান্ত, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ রাহী। তারা চারজনই এর আগে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন।

আগামীকাল বুধবার অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যারিবীয় মিশন। তার একদিন আগেই বিসিবি ওয়ানডে স্কোয়াড ঘোষণা করলো।

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে গত জানুয়ারিতে। মাঝখানে ছয় মাস টেস্ট আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব-তামিমরা। দীর্ঘ ছয় মাস পর মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের ওয়ানডে ক্রিকেট।

জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে এনামুল হক ছিলেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে তার থাকাটা ওই অর্থে ফেরা নয়। তবে মোস্তাফিজ চোট কাটিয়ে ফিরলেন দলে।

নতুন ডাক পাওয়াদের মধ্যে ২০১৬-১৭ সালের নিউজিল্যান্ড সফরে নিজের ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন নাজমুল শান্ত। তবে ঠেকার কাজ চালাতে তাকে সিরিজের শেষ টেস্ট ম্যাচে নামিয়ে দিয়েছিল বিসিবি। এছাড়া আবু হায়দার, নাজমুল অপু ও আবু জায়েদের রয়েছে কেবল টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা।

তাদের মধ্যে সবার আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেট অভিষেক হয়েছিল আব হায়দারের। তবে নামের প্রতি সুবিচার করতে না পারায় নিয়মিত হতে পারেননি দলে।

চলতি বছরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় আবু জায়েদ ও নাজমুল অপুর। এখনো পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন নাজমুল অপু, আবু জায়েদ খেলেছেন ৩টি।

আগামী ২২ জুলাই গায়ানা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। পরে ২৫ জুলাই একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচ। ২৮ জুলাই সেন্ট কিটসে হবে সিরিজের শেষ ম্যাচটি।

বাংলাদেশ ওয়ানডে দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার ও আবু জায়েদ চৌধুরী।


শেয়ার করুন :


আরও পড়ুন

ড্রয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

ড্রয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চকর জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চকর জয়

উইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর আইপে

উইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর আইপে

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজে মাঠে বসে খেলা দেখার সুযোগ দিচ্ছে আইপে

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজে মাঠে বসে খেলা দেখার সুযোগ দিচ্ছে আইপে