ড্রয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ এএম, ০১ জুলাই ২০১৮
ড্রয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দেশটির প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে বাংলাদেশের দু’দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে এ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান-বোলাররা নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিতে সক্ষম হয়েছে।

অ্যান্টিগায় টস জিতে প্রথম ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ওপেনার তামিম ইকবালের ১২৫ ও মাহমুদুল্লাহ রিয়াদের ১০২ রানের সুবাদে ৪০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১৭টি চার ও ৪টি ছক্কায় ১৬৫ বল মোকাবেলা করে আহত অবসর নেন তামিম। ছয় নম্বরে ব্যাট হাতে নামা মাহমুদুল্লাহও সেঞ্চুরির পর আহত অবসর নেন। তার ১১১ বলের ইনিংসে ১৬টি চার ও ১টি ছক্কা ছিল।

এছাড়া বাংলাদেশের পক্ষে অধিনায়ক সাকিব ৬৭, ইমরুল কায়েস ৪০ ও মেহেদি হাসান মিরাজ ২৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ৪ উইকেট নেন।

তবে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশ বোলারদের তোপে দ্বিতীয় ও শেষ দিন শেষে ৮ উইকেটে ৩১০ রান করে স্বাগতিকরা। দলের পক্ষে সিমরন হেটমায়ার সর্বোচ্চ ১২৩ রান করেন। বল হাতে বাংলাদেশের আবু জায়েদ-শফিউল ইসলাম ২টি করে এবং রুবেল হোসেন-কামরুল ইসলাম রাব্বি-মাহমুদুুল্লাহ-মোমিনুল ১টি করে উইকেট নেন।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগামী ৪ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১২ জুলাই থেকে কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট লড়াই শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।


শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চকর জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চকর জয়

সফররত শ্রীলঙ্কার বিপক্ষে মোসাদ্দেক-সাব্বিরের জোড়া সেঞ্চুরি

সফররত শ্রীলঙ্কার বিপক্ষে মোসাদ্দেক-সাব্বিরের জোড়া সেঞ্চুরি

বাটলারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ

বাটলারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ

কঠিন সময়ের সামনে হাথুরু

কঠিন সময়ের সামনে হাথুরু