জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশের ‘হ্যাটট্রিক’ করতে চায় পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২২ জুলাই ২০১৮
জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশের ‘হ্যাটট্রিক’ করতে চায় পাকিস্তান

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইতোপূর্বে জিম্বাবুয়েকে দু’বার হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এবার আবারও জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইওয়াশে হ্যাটট্রিক করতে চায় পাকিস্তান।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। আজ (রোববার) সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে জিতলেই জিম্বাবুয়েকে তৃতীয়বারের মত হোয়াইটওয়াশ করবে পাকিস্তান।

এর আগে ২০০২ ও ২০০৮ জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের সিরিজের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। বুলাওয়েতে আজ দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।

সিরিজে এক তরফাভাবে প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছিল পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডে ২০১ রানে, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৯ উইকেটে বড় ব্যবাধানে জিতে পাকিস্তান। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে নিয়ে ছেলেখেলা করে পাকিস্তান।

দুই ওপেনার ফখর জামান-ইমাম উল হক জুটির বিশ্বরেকর্ডের ম্যাচে চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৪৪ রানের বড় ব্যবধানে হারায়। উদ্বোধনী জুটিতে ৩০৪ রান করেন জামান-ইমাম। ইমাম ১১৩ রানে ফিরলেও পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন জামান।

২৪টি চার ও ৫টি ছক্কায় ১৫৬ বলে অপরাজিত ২১০ রান করেন ফখর জামান। ইমাম-জামানের রেকর্ড জুটির কল্যাণে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। এতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সুযোগ তৈরি করেছে সফরকারীরা।

এ সুযোগ কাজে লাগাতে মরিয়া পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। বলেন, ‘প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের ভালো সুযোগ পেয়েছি আমরা। এমন সুযোগ সব সময় আসে না। প্রথম চার ম্যাচে ব্যাটসম্যান ও বোলাররা দারুন পারফরমেন্স করেছে। আশা করব, পঞ্চম ও শেষ ওয়ানডেতে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখবে দল এবং জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে সক্ষম হব।’

হোয়াইটওয়াশের লজ্জার দ্বারপ্রান্তে জিম্বাবুয়ে। তবে এ লজ্জা এড়াতে চান জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তিনি বলেন, ‘সিরিজে খারাপ পারফরমেন্সের কারণেই আমরা আজ হোয়াইটওয়াশের মুখে। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চাই।’


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়েকে ২৪৪ রানে হারালো পাকিস্তান

জিম্বাবুয়েকে ২৪৪ রানে হারালো পাকিস্তান

সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভাঙলেন জামান

সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভাঙলেন জামান

১২ বছরের রেকর্ড ভেঙে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড

১২ বছরের রেকর্ড ভেঙে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড

উড়ছে পাকিস্তান, থামাতে চায় জিম্বাবুয়ে

উড়ছে পাকিস্তান, থামাতে চায় জিম্বাবুয়ে