জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের হ্যাটট্রিক করলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২২ জুলাই ২০১৮
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের হ্যাটট্রিক করলো পাকিস্তান

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারালো পাকিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে আজ (রোববার) জিম্বাবুয়েকে ১৩১ রানে হারিয়েছে অধিনায়ক সরফরাজ আহমেদের দল। এ জয়ের ফলে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশের হ্যাটট্রিক করলো পাকিস্তান।

এর আগে ২০০২ ও ২০০৮ জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের সিরিজের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। বুলাওয়েতে এ ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইওয়াশ করলো সরফরাজরা।

সিরিজে এক তরফাভাবে প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছিল পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডে ২০১ রানে, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৯ উইকেটে বড় ব্যবাধানে জিতে পাকিস্তান। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে নিয়ে ছেলেখেলা করে পাকিস্তান।
Pakistan_Zimbabwe
দুই ওপেনার ফখর জামান-ইমাম উল হক জুটির বিশ্বরেকর্ডের ম্যাচে চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৪৪ রানের বড় ব্যবধানে হারায়। উদ্বোধনী জুটিতে ৩০৪ রান করেন জামান-ইমাম। ইমাম ১১৩ রানে ফিরলেও পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন জামান।

রোববার বুলাওয়ায়োতে সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটে ৩৬৪ রান করে পাকিস্তান। জবাবে ৪ উইকেটে ২৩৩ রান করে জিম্বাবুয়ে। সিরিজে এটিই তাদের সর্বোচ্চ রান।

সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৫০ ওভারে ৩৬৪/৪ (ইমাম ১১০, ফখর ৮৫, বাবর ১০৬*; এমপোফু ১/৬৭, চাতারা ১/৭৯, রোচ ১/৬৫, ওয়েলিংটন মাসাকাদজা ১/৬৬)

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৩৩/৪ (হ্যামিল্টন মাসাকাদজা ৩৪, কামুনহুকামউই ৩৪, মাসভাউরে ৩৯, মারি ৪৭, মুর ৪৪*, চিগুম্বুরা ২৫*; হাসান ২/৫৫, নওয়াজ ২/৪৭)

ফল : পাকিস্তান ১৩১ রানে জয়ী
সিরিজ : ৫ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জয়ী পাকিস্তান

ম্যান অব দ্য ম্যাচ : বাবর আজম
ম্যান অব দ্য সিরিজ : ফখর জামান।


শেয়ার করুন :


আরও পড়ুন

১২ বছরের রেকর্ড ভেঙে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড

১২ বছরের রেকর্ড ভেঙে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড

সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভাঙলেন জামান

সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভাঙলেন জামান

জিম্বাবুয়েকে ২৪৪ রানে হারালো পাকিস্তান

জিম্বাবুয়েকে ২৪৪ রানে হারালো পাকিস্তান

ফিরলেন ওয়ার্নার, লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ

ফিরলেন ওয়ার্নার, লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ