সাকিবের বলে ক্যাচ নিলেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০১ মার্চ ২০২৩
সাকিবের বলে ক্যাচ নিলেন তামিম

অল্প রানে অলআউট হওয়ায় বাংলাদেশের জন্য ছিল কঠিন চ্যালেঞ্জ। শুরুতেই উইকেট নেওয়া ছিল জরুরি। সেই কাজটাই করলো সাকিব আল হাসান ও তামিম ইকবাল জুটি। সাকিবের প্রথম ওভারের শেষ বলে জেসন রায় ক্যাচ তুলে দিলে তা সহজেই তালুবন্ধি করেন অধিনায়ক তামিম।

সিরিজ শুরুর আগে আলোচনা ছিল সাকিব ও তামিমের দ্বন্দ্ব নিয়ে। বিসিবি সভাপতি সিরিজের আগে এক সাক্ষাৎকারে এসব কথা বলে আলোচনায় নিয়ে আসেন। সিরিজের প্রস্তুতি আড়ালে ফেলে এটাই মুখরোচক গল্প হয়ে উঠে।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। শুরুটা ভালো মনে হলেও সেভাবে এগোতে পারেনি বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশ অলআউট হয় মাত্র ২০৯ রানে।

ছোট লক্ষ্য দিয়ে বাংলাদেশ বোলিংয়ের চ্যালেঞ্জে শুরুতেই সাফল্য পায়। অধিনায়ক তামিম প্রথম ওভারটা তুলে দেন সাকিবের হাতে। সাকিবের প্রথম বলেই প্রায় সুযোগ তৈরি করে ফেলেছিলেন। কিন্তু ফিল সল্টের ফিরতি শট সাকিবের একটু সামনে পরে।

তবে এই ওভারেই সাফল্য পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জেসন রায় তাকে খেলতে গিয়ে বল আকাশে তুলে দেন। দুর্দান্ত ক্যাচ অধিনায়ক তামিমও। শুরুর জুটিতেই যেন দেখিয়ে দিলেন মাঠের সাকিব-তামিমের সম্পর্ক পেশাদোর। তারা খেলেন দেশের জন্যই।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

শান্তর প্রথম হাফ সেঞ্চুরি

শান্তর প্রথম হাফ সেঞ্চুরি

হতাশার ব্যাটিং, ২০৯ গুটিয়ে গেল বাংলাদেশ

হতাশার ব্যাটিং, ২০৯ গুটিয়ে গেল বাংলাদেশ

ফাল্গুনে মিরপুরে চৈত্রের উত্তাপ ছড়ানোর অপেক্ষা

ফাল্গুনে মিরপুরে চৈত্রের উত্তাপ ছড়ানোর অপেক্ষা

টস জিতে ব্যাটিং বেছে নিলো বাংলাদেশ

টস জিতে ব্যাটিং বেছে নিলো বাংলাদেশ