শান্তর প্রথম হাফ সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪১ পিএম, ০১ মার্চ ২০২৩
শান্তর প্রথম হাফ সেঞ্চুরি

উইকেটে থিতু হয়েও স্কোর বড় করতে পারেননি তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুই অংক ছুঁতে পারেননি দলের সেরা ব্যাটার লিটন দাস ও সাকিব আল হাসান।তবে দলকে চাপের মুখ থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দারুন ব্যাটিংয়ে তুলে ফেলেছেন হাফ সেঞ্চুরি।

তবে হাফ সেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটার।ফিরেছেন ৮২ বলে ৫৮ রান করে। তার ইনিংসে ছিল ছয়টি চারের মার। শান্ত আউট হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ১৫৯/৫।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শান্ত। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। একই সঙ্গে বিপিএলের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ রানের পুরস্কারও জিতে নেন এই ২৪ বছর বয়সী ব্যাটার।

ম্যাচের পরিস্থিতি অনুয়ায়ী ধরে রেখেছিলেন শান্তই। লিটনের বিদায়ের পর ওয়ানডাউনে মাঠে নামেন তিনি। তামিমের সঙ্গে ১৮, মুশফিকুর রহিমের সঙ্গে ৪৪, সাকিবের সঙ্গে ১১ এবং মাহমুদউল্লাহর সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে তোলেন।

তবে প্রথম ফিফটির পর সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। সেই সুযোগটা নিতে পারেননি তিনি। একই সঙ্গে তার আউটের পর দলও চাপে পড়ে যায়।

শান্ত আউট হন আউট হন আদিল রশিদের বলে। জেসন রয়ের হাতে ক্যাচ দিয়ে। এই লেগ স্পিনার তার আগে ফেরান মুশফিকুর রহিমকেও।

এদিকে শান্তর আউটের পরপরই ফেরেন মাহমুদউল্লাহ। তিনি মার্ক উডের লেগ স্ট্যাম্পের বাইরের বলে খোচা মারতে গিয়ে ফেরেন। বাংলাদেশের স্কোর তখন ১৬২/৬।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

টস জিতে ব্যাটিং বেছে নিলো বাংলাদেশ

টস জিতে ব্যাটিং বেছে নিলো বাংলাদেশ

ফাল্গুনে মিরপুরে চৈত্রের উত্তাপ ছড়ানোর অপেক্ষা

ফাল্গুনে মিরপুরে চৈত্রের উত্তাপ ছড়ানোর অপেক্ষা

‘বাংলাদেশ ফেভারিট, আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন’

‘বাংলাদেশ ফেভারিট, আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন’

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে নতুন তিন স্পন্সর

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে নতুন তিন স্পন্সর