ওয়েস্ট ইন্ডিজকে ৩০২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ পিএম, ২৮ জুলাই ২০১৮
ওয়েস্ট ইন্ডিজকে ৩০২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩০২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান করেছে বাংলাদেশ। ফলে এখন ৩০২ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট হাতে আজও ধীর গতিতে রান তোলেন ওপেনার তামিম ইকবাল। ওপেনিং সঙ্গী এনামুল হক ৩৩ বলে ১০ করে সাজঘরে ফিরে গেলেও তামিম তার রান তোলার গতি বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত ১২৪ বলে ১০৩ রান করে আউট হন বাংলাদেশি এ ওপেনার। চলতি সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি এবং ক্যারিয়ারের ১১তম।

বিজয চলে যাওযার পর ব্যাট হাতে মাঠে নামেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে সাকিবও আজ তেমন ভালো করতে পারেনি। ৪৪ বলে ৩৭ রান করে ফিরে যান। এরপর ১৪ বল মোকাবেলা করে ১২ রানে মুশফিক চলে গেলে ব্যাট হাতে তামিমে সঙ্গি হন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের ব্যাট রান আসে ৪৯ বলে ৬৭। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন।

ব্যাট হাতে আজ ঝলক দেখান অধিনায়ক মাশরাফি। হোল্ডার বলে আউট হওয়ার আগ পর্যন্ত তিনি করেন ২৫ বলে ৩৬ রান। এছাড়া সাব্বির ৯ বলে ১২ রান করে আউট হন এবং ৫ বল মোকাবেলা করে ১১ রানের অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার এবং অ্যাশলে নার্স ২টি করে উইকেট নেন। এছাড়া শেল্ডন ক্যাট্রেল ও দেবেন্দ্র বিশু ১টি উইকেট নেন।

উল্লেখ্য, বাংলাদেশের একাদশে আজ কোন পরিবর্তন আনা হয়নি। অপর দিকে ওয়েস্ট ইন্ডিজের দুটি পরিবর্তন আনা হয়েছে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ একটি করে জয় পাওয়ার আজ তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে গেছে অঘোষিত ফাইনাল। আজ যে দল জয় লাভ করবে সিরিজও তাদের।


শেয়ার করুন :


আরও পড়ুন

ছয় বছর পর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

ছয় বছর পর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচ হেরে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ

ম্যাচ হেরে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব