সাকিব-তামিমে বিশ্ব রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৯ জুলাই ২০১৮
সাকিব-তামিমে বিশ্ব রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জুটি বেঁধে ৩৮৫ রান করেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোন জুটির এটিই সর্বোচ্চ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুটি বেঁধে ৩৮৫ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েছেন তামিম-সাকিব। তামিম-সাকিবের বিশ্ব রেকর্ডের আগে এ রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও কুইন্টন ডি কক। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ৩৭২ রান করেছিলেন আমলা ও ডি কক।

আরও পড়ুন> উত্তেজনা ছড়ানো ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২০৭, দ্বিতীয় ম্যাচে ৯৭ ও তৃতীয় ম্যাচে ৮১ রান করেন তামিম-সাকিব জুটি। তিন ম্যাচ সিরিজে কোন নির্দিষ্ট জুটির এটিই বিশ্বরেকর্ড।

আরও পড়ুন> স্ট্যাম্পের মাইক্রোফোনে ধরা খেলেন রুবেল, আইসিসির তিরস্কার

২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষেই ঘরের মাঠে জুটি বেঁধে ৩৭২ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান হাশিম আমলা ও কুইন্টন ডি কক। শনিবারের ম্যাচের আগে এটিই ছিল তিন ম্যাচ সিরিজে নির্দিষ্ট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। একটি শতরানের জুটি ও দুইটি অর্ধশত রানের জুটি গড়ে এ রেকর্ডটি নিজেদের করে নিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।


শেয়ার করুন :


আরও পড়ুন

উত্তেজনা ছড়ানো ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়

উত্তেজনা ছড়ানো ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

স্ট্যাম্পের মাইক্রোফোনে ধরা খেলেন রুবেল, আইসিসির তিরস্কার

স্ট্যাম্পের মাইক্রোফোনে ধরা খেলেন রুবেল, আইসিসির তিরস্কার

টি-টোয়েন্টিতেও সাফল্য চান মাশরাফি

টি-টোয়েন্টিতেও সাফল্য চান মাশরাফি