বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন মোহাম্মদ আমির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৯
বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন মোহাম্মদ আমির

ফাইল ছবি

বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির ও হার্ড-হিটার ব্যাটসম্যান আসিফ আলীকে বাদ দিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আমির-আসিফের বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যায়নি বলে মনে করেন পিসিবির প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

বিশ্বকাপে না থাকলেও বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমির-আসিফকে দলে রাখা হয়েছে। পিসিবির নির্বাচক বলেছেন, ‘আমির-আসিফের বিশ্বকাপ দলে সুযোগ পাবার সম্ভাবনা এখনও আছে।’

ফর্মহীনতার কারণেই বিশ্বকাপে দলে সুযোগ পাননি আমির-আসিফ। সর্বশেষ ১৪ ওয়ানডেতে মাত্র ৫ উইকেট শিকার করেছেন আমির। ১০১ ওভার বল করে ৯২ দশমিক ৬০ গড়ে উইকেটগুলো নিয়েছেন তিনি। রান দিয়েছেন ৪৬৩। এছাড়া পিএসএলের সর্বশেষ পাঁচ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি।

অন্যদিকে হার্ড-হিটার ব্যাটসম্যান হিসেবেই পরিচিত আসিফ পাকিস্তানের ১১টি ওয়ানডেতে মাত্র ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। ১৯ টি-২০ ম্যাচে কোন হাফ-সেঞ্চুরি নেই। তবে দু’ফরম্যাটেই তার স্ট্রাইক রেট ১৩০-এর উপরে। তাই ফর্ম নিয়ে ভুগতে থাকায় বিশ্বকাপ দলে সুযোগ পাননি তিনি।

তবে এ দু’খেলোয়াড়ের বিশ্বকাপ দলে সুযোগ পাবার একটি সুযোগ থাকছে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-২০ ও পাঁচ ম্যাচে সিরিজে ভালো পারফরমেন্স করতে পারলেই বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন আমির-আসিফ, তা স্পষ্ট জানিয়েছেন ইনজামাম।

তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলার সুযোগ এখনও আছে আমির-আসিফের। ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্স করতে পারলেই দলে সুযোগ পাবেন তারা। আমরা আশা করছি, আমির-আসিফ ভালো কিছু করে দেখাবেন। কারণ আন্তর্জাতিক অঙ্গনে আমিরের অভিজ্ঞতা অনেক।’

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডের কন্ডিশনেও সে ভালো করেছে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড তেমনই বলে। আসিফ মারকুটে ব্যাটসম্যান। বড় ইনিংস খেলতে পারলে বিশ্বকাপের দলে সুযোগ পেতে পারেন তারা।’

বিশ্বকাপ দল ঘোষণার পরও আইসিসির নিয়নুযায়ী আগামী ২৩ মে পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। সেই সুবাদে আমির-আসিফের বিশ্বকাপে সুযোগের কথা বললেন ইনজামাম।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল ম্যাচে সংঘর্ষে ১৪০ সমর্থক গ্রেপ্তার

ফুটবল ম্যাচে সংঘর্ষে ১৪০ সমর্থক গ্রেপ্তার

ফের বাংলাদেশে আসতে পারেন মেসিরা

ফের বাংলাদেশে আসতে পারেন মেসিরা

ম্যানইউয়ের বিপক্ষে রক্ত ঝরল মেসির

ম্যানইউয়ের বিপক্ষে রক্ত ঝরল মেসির

অস্ট্রেলিয়া বিপক্ষে নেতৃত্ব দেবেন লাথাম

অস্ট্রেলিয়া বিপক্ষে নেতৃত্ব দেবেন লাথাম