সৌম্যর সেঞ্চুরিতে শিরোপার আশা বাঁচিয়ে রাখল আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২১ এপ্রিল ২০১৯
সৌম্যর সেঞ্চুরিতে শিরোপার আশা বাঁচিয়ে রাখল আবাহনী

ওপেনার সৌম্য সরকারের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো আবাহনী লিমিটেড। আজ সুপার সিক্সে নিজেদের চতুর্থ ম্যাচে আবাহনী ১০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। এ ম্যাচ হারলেও শিরোপা জয়ের দৌঁড়ে টিকে আছে রূপগঞ্জ। তবে সবকিছুই নির্ভর করছে সুপার সিক্সের শেষ ম্যাচের ফলাফলের উপর।

সুপার সিক্সের শেষ রাউন্ডের আগে ১৫ খেলা শেষে ২৪ করে পয়েন্ট আবাহনী ও রূপগঞ্জের। ১৮ করে পয়েন্ট নিয়ে শিরোপা দৌঁড়ে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব। তাই শেষ রাউন্ডে শিরোপার জন্য লড়াই এখন আবাহনী ও রূপগঞ্জের মধ্যে।

সমীকরণ অনুযায়ী শেষ রাউন্ডে নিজ নিজ ম্যাচে জিতলে আবারো পয়েন্ট সমান হবে আবাহনী ও রূপগঞ্জের। সেক্ষেত্রে রান রেটের হিসেব বিবেচনায় আসবে শিরোপাধারীকে নির্ধারন করতে। রান রেটে অনেক বেশিই এগিয়ে আবাহনী।

বর্তমানে আবাহনীর রান রেট ০.৯০৫। রূপগঞ্জের ০.৪২৫। আর যদি এক দল হারে, অন্য দল জিতে তবে জয়ী দল শিরোপা জিতে নিবে। আবার যদি দু’দলই শেষ রাউন্ডে হেরে যায়, সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থেকে আবাহনীই চ্যাম্পিয়ন হবে। আগামী ২৩ এপ্রিল শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রূপগঞ্জ শেষ রাউন্ডের ম্যাচ খেলবে।

সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আবাহনী। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবেই কাজে লাগান দুই ওপেনার জহিরুল ইসলাম ও সৌম্য। মারমুখী মেজাজে ব্যাটিং করে ২৪ ওভারেই ১৬৯ রান তুলে ফেলেন তারা। এরমধ্যে ৭৭ বলে ১০৬ রানে অপরাজিত ছিলেন সৌম্য। ৫৭ রান ছিলো জহিরুলের নামের পাশে।

তবে ২৫তম ওভারের দ্বিতীয় বলে বিচ্ছিন্ন হয়ে যান সৌম্য-জহিরুল। রূপগঞ্জের বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদ আবাহনীর ১৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন। নাবিল বিদায় দেন সৌম্যকে। ১৫টি চার ও ২টি ছক্কায় ৭৯ বলে ১০৬ রান করে ফিরেন সৌম্য।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে আবাহনীর ইনিংস বড় করছিলেন সৌম্য। কিন্তু বেশি দূর এই জুটি যেতে পারেননি। ২৪ রান করে ফিরে যান শান্ত। কিছুক্ষণ বাদে থেমে যান জহিরুলও। ৬টি চার ও ২টি ছক্কায় ৮৩ বলে ৭৫ রান করেন জহিরুল।

২২১ রানে ৩ উইকেট হারানোর পর পরের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করাতে পারে আবাহনী। ভারতের ওয়াসিম জাফর ৩৯ বলে ২টি করে চার-ছক্কায় ৪৬ ও সাব্বির রহমান ৪টি চারে ২৪ বলে ৩৩ রান করেন। তবে আবাহনীকে রানের পাহাড়ে বসিয়েছেন মোহাম্মদ মিঠুন।

ছয় নম্বরে ব্যাট হাতে নেমে মাত্র ৩৪ বলে ৬৪ রানের টনের্ডো ইনিংস খেলেন তিনি। তার অনবদ্য ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিলো। রূপগঞ্জের মোহাম্মদ শহীদ ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন।

জবাবে ৩৭৮ রানের বড় টার্গেটে শুরুটা মোটেও ভালো হয়নি রূপগঞ্জের। ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। এ অবস্থাতেও হাল ছাড়েননি ওপেনার মোহাম্মদ নাইম। ভারতের ঋষি ধাওয়ান, শহীদ ও তাসকিনকে নিয়ে লড়াই করার চেষ্টা করেন নাইম।

ধাওয়ান ২৯, শহীদ ৫৩ রানে থামলেও সেঞ্চুরির স্বাদ নেন নাইম। ১৩টি চার ও ২টি ছক্কায় ১৩৫ বলে ১২৩ রানে অপরাজিত থাকেন নাইম। শেষ পর্যন্ত তার এই ইনিংস বিফলে যায়। ২৫ রানে অপরাজিত থাকেন তাসকিন। আবাহনীর মিরাজ ৩টি ও মাশরাফি ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন আবাহনীর সৌম্য।


শেয়ার করুন :


আরও পড়ুন

গেইলের ঝড়ো ব্যাটিংয়েও পাঞ্জাবের হার

গেইলের ঝড়ো ব্যাটিংয়েও পাঞ্জাবের হার

পঞ্চম সেঞ্চুরিতে সৌম্য

পঞ্চম সেঞ্চুরিতে সৌম্য

অশ্বিনকে ১২ লাখ রুপি জরিমানা

অশ্বিনকে ১২ লাখ রুপি জরিমানা

সোমবার থেকে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্প শুরু

সোমবার থেকে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্প শুরু