পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো নারী আম্পায়ার

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ১১:৩২ এএম, ২৭ এপ্রিল ২০১৯
পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো নারী আম্পায়ার

ফাইল ছবি

নারী আম্পায়ার ক্লাইরি পলোসেক প্রথম বারের মতো কোন পুরুষদের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করে ইতিহাস গড়লেন। বুধবার নামিবিয়া-ওমানের মধ্যকার ম্যাচে তিনি পুরুষ আম্পায়ারের সাথে দায়িত্ব পালন করে ইতিতহাসের খাতায় নাম লিখেন।

নামিবিয়ার উইন্ডহোকে অনুষ্ঠিত বিশ্বকাপ লিগ ডিভিশন-২’এর বাছাইপর্বের ম্যাচের ফাইনালে বুধবার বাংলাদেশ সময় দেড়টায় নামিবিয়ার মুখোমুখি হয় ওমান। ইতোমধ্যেই এই দুদেশ আইসিসির ওয়ানডে মর্যাদা লাভ করেছে।

এই ম্যাচে নারী আম্পায়ার ক্লেয়ার পলোসেক দায়িত্ব পালন করেন। এর আগে কোন পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে নারী আম্পায়ার দায়িত্ব পালন করেননি।

তবে ক্লাইরি পলোসেকের জন্য পুরুষদের ম্যাচে দায়িত্ব পালন করাটি প্রথম বার নয়। এর আগেও তিনি ঘরোয়া পুরুষদের লিগে আম্পায়ারের দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ক্লেয়ার পলোসেক অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া লিগে দায়িত্ব পালন করেন।

ক্লাইরি পলোসেক এর আগে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ এবং নারী বিগ ব্যাশে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে ক্লাইরি পলোসেক বলেন, ফাইনাল ম্যাচে একজন অংশীদার হতে পেরে সত্যিই ভালো লাগছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার ওয়ানডে মর্যাদা পেল নামিবিয়া ও পাপুয়া নিউগিনি

এবার ওয়ানডে মর্যাদা পেল নামিবিয়া ও পাপুয়া নিউগিনি

শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্যাম্প বাতিল

শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্যাম্প বাতিল

বিশ্বকাপে জিম্বাবুয়ের আম্পায়ার থাকলেও নেই বাংলাদেশের

বিশ্বকাপে জিম্বাবুয়ের আম্পায়ার থাকলেও নেই বাংলাদেশের

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক