শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন মাশরাফি, অনিশ্চিত সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০২ পিএম, ১২ জুলাই ২০১৯
শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন মাশরাফি, অনিশ্চিত সাকিব

ছবি : বিসিবি

হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে বিশ্বকাপে খেলেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গুঞ্জন উঠেছিল অবসর নিয়েও। তবে সব গুঞ্জন উড়িয়ে মাশরাফি খেলতে যাচ্ছেন শ্রীলঙ্কা সফরে। তার নেতৃত্বেই শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সফর উপলক্ষে ইতোমধ্যে সূচি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে শ্রীলঙ্কা সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হবে।

এদিকে আসন্ন এ সিরিজে মাশরাফি খেলছেন এটা নিশ্চিত হলেও সিরিজে থাকছেন না লিটন কুমার দাস। এছাড়া বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা সাকিব আল হাসানেরও না খেলার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন> টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

শুক্রবার (১২ জুলাই) হাবিবুল বাশার সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় সে (মাশরাফি) ফিট। তার ফিটনেসটা অনেকটাই তার নিজের ওপরে নির্ভর করে। তবে একটা ফিটনেস টেস্ট দিতে তো হবেই। কারণ, একটু দুশ্চিন্তা তো অবশ্যই আছে। ও কিন্তু ইনজুরি নিয়েই বিশ্বকাপ খেলেছিল। আশা করছি, শ্রীলঙ্কা সফরের আগে সুস্থ হয়ে যাবে। সে খেলবে না, এমন কিছু আমাদের কাছে আসে নাই।’

লিটন কুমার ও সাকিব আল হাসান সম্পর্কে বাশার বলেন, ‘এটা নিয়ে আমরা বসেছিলাম। তাদের বিকল্প কাকে নেওয়া যায়। লিটন ছুটি চেয়েছে, বিয়ে করছে। আর সাকিব সম্ভবত আগেই ছুটি নিয়েছিল। সেটাও আমরা নিশ্চিত হইনি। আমাদেরকে দুইটা বিকল্পই রাখতে বলা হয়েছে। সেভাবেই চিন্তা-ভাবনা করছি। তবে এখনও ফাইনাল রিপোর্ট পাইনি।

আরও পড়ুন> স্টিভ রোডসকে বিদায় জানালো বিসিবি

তিনি আরও বলেন, ‘লিটনেরটা জানি ছুটি নিয়েছে, সাকিবেরটা এখনও জানি না, পারবে কি পারবে না।’

তবে শ্রীলঙ্কা সফরে সবাইকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বাশার বলেন, ‘একটা লম্বা সফর করে এসেছে সবাই। একটু বিশ্রাম দরকার ছিল। কয়েক জনের ইনজুরি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সে রিপোর্ট অবশ্য পাইনি। তবে যতদূর জানি, সবাই মোটামুটি (খেলতে) পারবে।’

চলতি মাসের (জুলাই) ২০ তারিখে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় পৌঁছে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ২৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ও ৩১ জুলাই।


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে যা বললেন মাশরাফি

বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে যা বললেন মাশরাফি

সত্যিই সেদিন লক্ষ্যে পৌঁছতে পারবো : সাকিব

সত্যিই সেদিন লক্ষ্যে পৌঁছতে পারবো : সাকিব

‌২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ : মাশরাফি

‌২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ : মাশরাফি