অবিশ্বাস্য, আশা করিনি এমন কিছু হবে : মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১
অবিশ্বাস্য, আশা করিনি এমন কিছু হবে : মমিনুল

দুই ম্যাচ সিরিজের চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। সিরিজের এই প্রথম টেস্টে চারদিন ব্যাটে-বলে বাংলাদেশ দাপট দেখালেও শেষ ও পঞ্চম দিনে ক্যারিবীয় দুই অভিষিক্ত ব্যাটসম্যানের কাছে অসহায় হয়ে পড়েছিল টাইগার বোলাররা। বিশেষ করে কাইল মায়ার্সের অপরাজিত ২১০ রানের ইনিংসটিই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে এতো রান তাড়া করে জয়ের রেকর্ডে এটি পঞ্চম। প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এতো রান তাড়া করে জিততে পারবে তা কখনো ধারণাও করেননি বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুল হক।

ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের এমন জয়কে অবিশ্বাস্য বলেই আখ্যা দিয়েছেন টাইগারদের টেস্ট দলনেতা। বলেন, ‌‘হ্যাঁ, অবিশ্বাস্য। কিন্তু ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছু্ই হয় না, আবার হয়ে যায়। তবে আমরা আশা করি নাই যে, এ রকম (হেরে যাওয়া) কিছু হবে।’

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, আমরা বোলাররা ভালো জায়গায় বা ভালো এরিয়ায় বল করতে পারি নাই। সেই সাথে আমার মনে হয়, ওদের দুই ব্যাটসম্যান (মায়ার্স ও বোনার) খুব ভালো ব্যাটিং করেছে।’

চতুর্থ দিনে মায়ার্স ৩৭ এবং বোনার ১৫ রানে অপরাজিত থেকে পঞ্চম দিন রোববার (৭ ফেব্রুয়ারি) খেলতে নেমেছিলেন। দিনের প্রথম সেশনে রানের চাকা সচল রাখাসহ গুরুত্বপূর্ণ উইকেটও ধরে রেখেছিলেন তারা। বোনার ৪৩ এবং মায়ার্স ৯১ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছিলেন। দিনের প্রথম সেশনেই তাদের জুটি থেকে এসেছিল ৮৭ রান। তখনই বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে চোখ রাঙাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ

তবে ম্যাচে এভাবে হেরে যাবেন তা কখনই মনে হয়নি টাইগার অধিনায়কের। বলেন, ‘না কোন সময়ই আমার মনে হয়নি যে, আমরা..., সর্বশেষ চারদিন কিন্তু আমরা খুব ভালোভাবে ডমিনেট করেছি। আজকের (রোববার) দিনে শেষের দিকে গিয়ে আমরা ম্যাচটা হেরে গেছি। তো, ওই হিসেবে চিন্তা করলেও আমরা কখনো মনে করিনি যে, আমরা শেষ দিকে ম্যাচটা হেরে যাব।’

বোলাররা ভালো জায়গায় বল করতে না পারার কথা বললেও ম্যাচ হেরে যাওয়ায় বিশেষ কাউকে দোষারোপ করতে নারাজ মমিনুল। তিনি বলেন, ‘যখন টিম হারবে তখন কিন্তু পার্টিকুলারভাবে আপনি কারো উপর দোষ দিতে পারেন না। টিম হারা মানে সবাই হারা। টিম জেতা মানে সবাই জেতা। তো, আমার কাছে কখনো এভাবে (এক-দুই জনের কারণে) বোধগম্য হয় না। টিম যখন হেরেছি আমরা সবাই হেরেছি।’

উইকেটের বিষয়ে মমিনুল বলেন. ‘উইকেটে যথেষ্ট সুযোগ ছিল। সবচেয়ে বড় জিনিস হলো- আমরা আমাদের কিছু চান্স মিস করেছি।চান্সগুলো যদি আমরা নিতে পারতাম, তাহলে খেলাটা অন্যরকম হতে পারতো। বিশেষ করে এই দুই ব্যাটসম্যান (মায়ার্স-বোনার)। এই দুই ব্যাটসম্যানকে আউট করার দুটি চান্স ছিল, আমরা যদি নিতে পারতাম তাহলে খেলাটা ভিন্ন হতে পারতো। আর এটা এমন উইকেট, আপনি একবার সেট হয়ে গেলে আউট করা কঠিন, যদি আপনি চান্সগুলো নিতে না পারেন।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মায়ার্স-বোনারের জুটিতে এলোমেলো রেকর্ড

মায়ার্স-বোনারের জুটিতে এলোমেলো রেকর্ড

অভিষিক্ত মায়ার্সের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

অভিষিক্ত মায়ার্সের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

মমিনুলের দশম টেস্ট সেঞ্চুরি, দু’য়ে নামলো তামিম

মমিনুলের দশম টেস্ট সেঞ্চুরি, দু’য়ে নামলো তামিম

প্রথম সেঞ্চুরিতেই তিন বড় ভাইয়ের পাশে মিরাজ

প্রথম সেঞ্চুরিতেই তিন বড় ভাইয়ের পাশে মিরাজ