যে কারণে তেড়ে গিয়েছিলেন তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৯ জুলাই ২০২১
যে কারণে তেড়ে গিয়েছিলেন তাসকিন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ৯ম উইকেট জুটিতে রেকর্ড রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদ। তবে দ্বিতীয় দিনের শুরুতেই মাঠে উত্তেজনা ছড়ান তাসকিন এবং জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি। দিন শেষে তাসকিন জানান, সেই ঘটনার পেছনের কারিগর ছিলেন জিম্বাবুয়ের পেসাররা। তাকে বেশ কয়েকবার গালি দেওয়ার পর ওভারে তেড়ে গিয়েছিলেন।

তাসকিন জানান, দিনের শুরুতেই জিম্বাবুয়ের পেসাররা বেশ অ্যাটাক করছিল। ভালো জায়গায় বল করা ছাড়াও বাউন্স মারছিল। তবে পরাস্ত করতে না পেরে গালি দেয় তারা। এরপর প্রতিবাদ করেন তিনি।

দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ওই ঘটনা ঘটে। ব্লেসিং মুজারাবানির তৃতীয় বলটি একটু বাউন্সের হওয়া ব্যাট তুলেও ছেড়ে দেন তাসকিন। একই সাথে নিজেকে সামলে নিয়ে হাত এবং কোমর ঝুলিয়ে নৃত্যের মতো করেন টাইগার পেসার। এ সময় মুজারাবানি এগিয়ে গেলে তাসকিনও এগিয়ে আসেন।

ব্লেসিং মুজারাবানি এ সময় তাসকিনের হেলমেটে মুখ লাগিয়ে রাখেন। তাসকিনকেও এ সময় কিছু একটা বলতে দেখা যায়। পরে আম্পায়ররা এগিয়ে আসায় তাসকিনই নাড়া নেড়ে মুজারাবানিকে সারিয়ে দেন।

মুজারাবানির সাথে ওই ঘটনায় সময় ব্যাট হাতে ২১ বলে ১৮ রানে ছিলেন তাসকিন। যা শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা ৭৫ রানে গিয়ে থামে। দিনের শুরুতে ওই ঘটনাই হয়তো তাসকিনকে রান করার তাড়না দিয়ে থাকতে পারে।

দিনের খেলা শেষে ওই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তাসকিন বলেন, ‘আসলে ওরা সব পেস বোলাররা আমায় অ্যাটাক করছিল। বাউন্সার মারছিল, ভালো জায়গায় বল করছিল, আউট করার চেষ্টা করছিল। আমি আসলে মাহশাআল্লাহ ভালো হ্যান্ডেল করছিলাম।’

‘বিরক্ত হয়ে আমামে বেশ কয়েকবার গালিও দিয়েছে। কিন্তু তৃতীয়বার যখন গালি দিয়েছিল তখন আমি তেড়ে গিয়েছিলাম একটু যে, আমাকে কেন গালি দিচ্ছো, পারলে বল দিয়ে কিছু করো। এটাই আসলে তেমন কিছু না (হাসি)।’

টপঅর্ডার ব্যাটসম্যানরা যেখানে একের পর এক ব্যর্থ তখন তাসকিনের ৭৫ রানের ইনিংসের রহস্যও তাহলে কী? নতুন ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স কি তাহলে ২/৩ দিনেই পাল্টে দিয়েছে। তবে তাসকিন জানান, ব্যাটিং কোচ নয়, তার এ সাফল্যে পেছনে রয়েছেরর টাইগারদের ফিল্ডিং কোচ রায়ান কুক।

তিনি বলেন, ‘নতুন ব্যাটিং কোচ (অ্যাশওয়েল প্রিন্স) এই সিরিজে এসেছেন, তার সাথে তেমন কাজ হয়নি, টুকটাক কথা হয়েছে। বাট মোস্ট অব দ্য টাইম আমাদের টেলেন্ডার বা বোলারদেরকে ব্যাটিংয়ের জন্য পুশ করেন ফিল্ডিং কোচ রায়ান কুক।’

তাসকিন আরও বলেন, ‘লাস্ট সিরিজে সে (রায়ান কুক) আমায় বলেছিল, এবার আসার সময় আমি যেন ব্যাটিং স্পেক কিনে নিয়ে আসি। ব্যাটিংয়ের সময় যেন ব্যাটিং স্পেক পড়ি, নরমালি আমরা বোলাররা বোলিং বুট পড়েই ব্যাটিংয়ে নেমে যাই। আজ ব্যাটিং বুট পড়েই নেমেছি।’

‘আসার পর (আউট হয়ে) ও বলতেছিল, ‘দেখছোস.. ব্যাটিংয়ে নামার সময় তখন তুমি ব্যাটসম্যানই, যতই তুমি বোলার হও না কেন’। রায়ান কুককে অসংখ্যা ধন্যবাদ যে, সবসময় আমায় ব্যাটিংয়ের জন্য পুশ করে।’ যোগ করেন তাসকিন।

 স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

দলের জন্য খেলেছি, চাই নির্ভরযোগ্য টেলেন্ডার হতে : তাসকিন

দলের জন্য খেলেছি, চাই নির্ভরযোগ্য টেলেন্ডার হতে : তাসকিন

৪৬৮ রানে থামলো বাংলাদেশ

৪৬৮ রানে থামলো বাংলাদেশ

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

মুদ্রার উল্টো পিঠে দাঁড়িয়ে লিটনের হাফ-সেঞ্চুরি

মুদ্রার উল্টো পিঠে দাঁড়িয়ে লিটনের হাফ-সেঞ্চুরি