দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০৯ জুলাই ২০২১
দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

জোড়া উইকেট হারিয়ে ২৭০ রানে বাংলাদেশের ৮ ব্যাটার সাজঘরে। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দ্রুতই গুটিয়ে যাওয়ার শঙ্কা। মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ব্যাট হাতে দুর্দান্ত সঙ্গ দিয়ে তাসকিন আহমেদ তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। দু’জনের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের চারশ রান পার।

টেস্ট ক্রিকেটে তাসকিন আহমেদের এর আগে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৩৩। তবে ক্যারিয়ারের অষ্টম ম্যাচে তুলে নিলেন প্রথম টেস্ট ফিফটি। ৬৯ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। তার এ ফিফটির পথে ৮টি চারের মার ছিল।

প্রথম দিন বুধবার (৭ জুলাই) ৭৮ দশমিক ২ ওভারে মেহেদী হাসান মিরাজ খালি হাতে সাজঘরে ফিরলে ব্যাট হাতে উইকেটে মাহমদুউল্লাহ রিয়াদের সঙ্গী হন তাসকিন। আলো স্বল্পতার কারণে সাত ওভার কম (৮৩ ওভার) খেলা হলে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৯৪ রান।

দ্বিতীয় দিন ব্যাট হাতে মাঠে নামের প্রথম দিনে দুই অপরাজিত ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদ। প্রথম দিন উপরের সারির টাইগার ব্যাটাররা জিম্বাবুয়ে বোলার কাছে আত্মহুতি দিলেও দ্বিতীয় দিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন তারা দু’জন।

দলীয় ৩৯১ রানে সেঞ্চুরি হাঁকান মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকানোর পরই ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন তাসকিন। ৬৯ বলে ৮টি চারের মারে ৫০ পূর্ণ করেন তিনি।

টেস্ট ক্যারিয়ারের অষ্টম ম্যাচে ফিফটি হাঁকোলেন তাসকিন। টাইগার ক্রিকেটের এ পেসারের এর আগে সর্বোচ্চ রানের ইনিংম ছিল ৩৩ রানের।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরলেন কটরেল

অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরলেন কটরেল

আত্মহুতির দিনে মমিনুল-লিটন-রিয়াদের ব্যাটে লজ্জা নিবারণ

আত্মহুতির দিনে মমিনুল-লিটন-রিয়াদের ব্যাটে লজ্জা নিবারণ

বাংলাদেশকে বিপদমুক্ত করেও লিটনের আক্ষেপ

বাংলাদেশকে বিপদমুক্ত করেও লিটনের আক্ষেপ