সিরিজ শুরুর আগেই ভারতের কাছে হেরে যাওয়ার বার্তা পেল ইংলিশরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২২ এএম, ০৫ আগস্ট ২০২১
সিরিজ শুরুর আগেই ভারতের কাছে হেরে যাওয়ার বার্তা পেল ইংলিশরা

ইংল্যান্ড-ভারত সিরিজ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (৪ আগস্ট) মাঠে নামছে এই দুই দল। মাঠের ফলাফল কেমন হবে তা এখনও বলা না গেলেও সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন মনে করেন, ঘরের মাঠ হলেও ভারতের কাছে সিরিজ হারবে ইংল্যান্ড।

ঘরের মাঠে স্বাভাবিক ভাবেই এগিয়ে থাকার কথা ইংল্যান্ডের। মাইকেল ভনও মনে করেন ইংল্যান্ড এগিয়ে থাকতো। কিন্তু ইংলিশদের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে এই সিরিজে না পাওয়ায় ভারতকেই এগিয়ে রাখছেন ভন। তার মতে, সিরিজে কেবল মাত্র একটি ম্যাচ জিততে পারবে ইংল্যান্ড।

মাইকেল ভন তার ব্যক্তিগত টুইটারে লিখেন, 'আগামীকাল (৪ আগস্ট) থেকে শুরু হতে যাওয়ার টেস্টের জন্য আর অপেক্ষা করতে পারছি না। সেরা ফরম্যাটের খেলা। পরিষ্কারভাবেই ভারত এই সিরিজে এগিয়ে। ইংল্যান্ডের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে নেই। ভারত ৩-১ এ জিতবে।'

ইংল্যান্ডের দলে বেন স্টোকস, ক্রিস ওকস ও জোফরা আর্চারের মতো ক্রিকেটাররা না থাকায় ভারতকেই এগিয়ে রাখছেন তিনি। তাছাড়া ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ওলি পোপও

ভারত নিজেদের সেরা দল নিয়েই মাঠে নামছে। যদিও অনুশীলনে মাথায় আঘাত পেয়ে ছিটকে গেছেন মায়াঙ্ক তারপরও মাইকেল ভনের মতে, ভারতই এই সিরিজের ফেভারিট।

এদিকে, মাইকেল ভন স্পষ্টভাবে ভারতকে এগিয়ে রাখলেও ইংল্যান্ড পেসার জিমি অ্যান্ডারসন নিজ দলকে নিয়ে বেশ আশাবাদী। উইকেটের সুবিধাকে কাজে লাগিয়ে ভারতকে চাপে ফেলতে চায় ইংলিশরা। নিজেদের সেরাটা দিতে পারলে ইংল্যান্ডই জিতবে বলে আশাব্যক্ত করেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি চূড়ান্ত

চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি চূড়ান্ত

বৃষ্টির কারণে এক ম্যাচ জিতেই সিরিজ জিতলো পাকিস্তান

বৃষ্টির কারণে এক ম্যাচ জিতেই সিরিজ জিতলো পাকিস্তান

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড