তৃতীয় দিনের প্রথম সেশন ভালো কাটেনি বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৩ জানুয়ারি ২০২২
তৃতীয় দিনের প্রথম সেশন ভালো কাটেনি বাংলাদেশের

নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনে শেষে ভালো অবস্থানে থাকলেও তৃতীয় প্রথম সেশন ভালো কাটেনি বাংলাদেশের। সোমবার (৩ জানুয়ারি) দিনের প্রথম সেশনে ২৬ ওভারে রান তুলেছে মাত্র ৪৫, এর মধ্যে হারাতে হয়েছে দুটি উইকেট।

দিনের শুরুতে হারাতে মাহমুদুল হাসান জয় এবং নতুন বলে মুশফিকুর রহিম আউট হয়েছেন। দ্বিতীয় দিন ৭০ রানে অপরাজিত থাকা আর বেশি দূর যেতে পারেননি। আগের স্কোরের সাথে মাত্র ৮ রান যোগ করতে পেরেছেন। এছাড়া উইকেটে নতুন আসা মুশফিক ফিরেছেন মাত্র ১২ রানে।

সকালের শুরুতেই নিউজিল্যান্ডের জোড়া আঘাতে নড়ে গেছে বাংলাদেশের শক্ত ভিত। মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২২০ রান।

মাহমুদুল হাসান জয়ের ৭৮ রানের ইনিংসে ৭টি চারের মার ছিল। নিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ২২৮ বল খেলে এ রান করেন তিনি। যা নিউজিল্যান্ডের মাটিতে যেকোন টাইগার ওপেনারের সর্বোচ্চ বল খেলার রেকর্ড।

সংক্ষিপ্ত স্কোর (লাঞ্চ পর্যন্ত)

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩২৮
বাংলাদেশ প্রথম ইনিংস: ২২০/৪ (মাহমুদুল হাসান ৭৮, মুমিনুল ১৭*, মুশফিক ১২, লিটন ১২*; বোল্ট ২০-৭-৪৪-১, ওয়্যাগনার ২৩-৭-৪৩-৩, রবীন্দ্র ১১-১-২৯-০)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ

আক্ষেপ নেই, ফিট হওয়ায় মনযোগী হাসান মাহমুদ

আক্ষেপ নেই, ফিট হওয়ায় মনযোগী হাসান মাহমুদ

এনামুল বিজয়ের ২৪ রানের ‘আক্ষেপ’

এনামুল বিজয়ের ২৪ রানের ‘আক্ষেপ’

জয়ের ব্যাটিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শান্ত

জয়ের ব্যাটিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শান্ত