শফিকের সেঞ্চুরিতে পাকিস্তানের লিড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৬ মে ২০১৮
শফিকের সেঞ্চুরিতে পাকিস্তানের লিড

যুক্তরাজ্য সফরে টেস্ট সিরিজের আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আসাদ শফিকের সেঞ্চুরিতে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিল সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে নর্দাম্পটনশায়ারের ২৫৯ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৩৫৭ রান করেছে পাকিস্তান। ফলে ৩ উইকেট হাতে নিয়ে ৯৮ রানের লিড পাকিস্তানের। ১৩৫ রানে অপরাজিত আছেন শফিক।

নর্দাম্পটনে চারদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে প্রথম দিনই অলআউট হয় নর্দাম্পটনশায়ার। বল হাতে পাকিস্তানের শাহদাব খান ৭৭ রানে ৬ উইকেট নেন। প্রথম দিন শেষে ৪ দশমিক ৩ ওভার ব্যাট করার সুযোগ পায় পাকিস্তান। বিনা উইকেটে ৬ রান তুলে তারা।

দ্বিতীয় দিন নিজেদের সংগ্রহটা বড় করে লিড নিতে সক্ষম হয় পাকিস্তান। শফিকের সেঞ্চুরির সাথে হারিস সোহেল ও বাবর আজমের জোড়া হাফ-সেঞ্চুরি লিড এনে দেয় পাকিস্তানকে। শফিকের ৩২৩ বলের ইনিংসে ১১টি চার ও ৩টি ছক্কার মার ছিল। এছাড়া সোহেল ৭৯ ও বাবর ৫৭ রান করেন।

সফরে কেন্টের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র করেছিল পাকিস্তান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১১ মে থেকে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলতে নামবে পাকিস্তান। এ ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হবে আয়ারল্যান্ডের।


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন স্মিথ

আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন স্মিথ

আবারও জনসম্মুখে ওয়ার্নার, বললেন শিক্ষা পেয়েছি

আবারও জনসম্মুখে ওয়ার্নার, বললেন শিক্ষা পেয়েছি

১০০ বলের ক্রিকেটে চ্যাম্পিয়ান ঢাকা

১০০ বলের ক্রিকেটে চ্যাম্পিয়ান ঢাকা

আইপিএলের জন্য দেশে ফিরছেন না মালিঙ্গা

আইপিএলের জন্য দেশে ফিরছেন না মালিঙ্গা