অনুমোদনের অপেক্ষায় বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২২ এপ্রিল ২০২২
অনুমোদনের অপেক্ষায় বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা স্কোয়াড

চলতি বছরের ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। এই সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আর সেখান থেকে ১৮ সদস্যের স্কোয়াডও চূড়ান্ত করে ফেলেছে। এখন অপেক্ষা দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের।

দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ১৮ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে থাকবেন দিমুথ করুণারত্নে। আর পিঠের চোটের কারণে জায়গা পাননি পাথুম নিশাঙ্কা। তার বদলি হিসেবে অধিনায়কের সাথে উদ্বোধনী জুটি গড়বেন ওশাদা ফার্নান্দো।

দল চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাস করলে তবেই বাংলাদশ সফরের দলে সুযোগ মিলবে তাদের।

পাথুম নিশাঙ্কা ছাড়াও ইনজুরির কারণে দলে থাকবেন না শিরান ফার্নান্দো, লাকসিথা মানাসিংহে এবং লেগ স্পিনার জেফরি ভ্যানডারসে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়েই হেড কোচ হিসেবে নতুন মিশন শুরু করবেন ইংল্যান্ড দলের সাবেক গুরু ক্রিস সিলভারউড। এছাড়াও সহকারি কোচ হিসেবে নিজের কাজ শুরু করবেন নাভিদ নেওয়াজ।

বাংলাদেশ যুব দলকে বিশ্বকাপ জেতানো নাভিদ নেওয়াজ দিন কয়েক আগেই টাইগার যুবাদের দায়িত্ব ছেড়েছেন। সেই দায়িত্ব ছেড়ে নিজ দেশ শ্রীলঙ্কার সহকারি কোচের ভূমিকায় থাকবেন তিনি।

এদিকে লাসিথ মালিঙ্গার পর নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাস। তবে বাংলাদেশ সিরিজের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই দায়িত্ব নিতে নারাজ। ভাসের অনুপস্থিতিতে সেই দায়িত্ব সামলাবেন দেশটির হাই পারফর্মেন্স ইউনিটের বোলিং কোচ দর্শনা গামাগে।

চলতি বছরের ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর ২৩ মে থেকে দ্বিতীয় টেস্ট হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুই ম্যাচের এই সিরিজ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার টেস্ট দল (এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি):
দিমুথ করুণারত্মে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, দনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিল মিশারা, রোশন সিলভা, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্মে, কাসুন রজথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রভীন জয়াবিক্রমে, লাসিথ এম্বুলদেনিয়া ও সুমিদা লক্ষণ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সরকারবিরোধী আন্দোলনে বিশ্বকাপজয়ী দুই লঙ্কান ক্রিকেটার

সরকারবিরোধী আন্দোলনে বিশ্বকাপজয়ী দুই লঙ্কান ক্রিকেটার

ক্রিকেটে মনোযোগ দিতে চাই, সামনে সবগুলো ম্যাচ খেলবো: সাকিব

ক্রিকেটে মনোযোগ দিতে চাই, সামনে সবগুলো ম্যাচ খেলবো: সাকিব

শ্রীলঙ্কা সিরিজের প্রস্ততি নিতেই ডিপিএল খেলবেন সাকিব

শ্রীলঙ্কা সিরিজের প্রস্ততি নিতেই ডিপিএল খেলবেন সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে থাকছেন না তাসকিন-শরিফুল

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে থাকছেন না তাসকিন-শরিফুল