৩১৪ রানে ভারতকে আটকালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২
৩১৪ রানে ভারতকে আটকালো বাংলাদেশ

ঋসভ পান্থ ও শ্রেয়াস আইয়ারের জোড়া হাফ-সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছিল ভারতীয় ইনিংস। তবে মিরাজ-সাকিবের শিকারে তাদেরও থামতে হয়েছে। পান্থ-আইয়ারে ব্যাটে ভারত লিড নিলেও বেশি দূর যেতে পারেনি। ৩১৪ রানের আটকে দিয়েছে টাইগার বোলাররা। ফলে প্রথম ইনিংস থেকে ৮৭ রানের লিড নিতে পেরেছে ভারত।

মিরপুর টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২২৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩১৪ রানে অলআউট হয়েছে ভারত। দলের পক্ষে ব্যাট হাতে ঋসভ পান্থ ৯৩, শ্রেয়াস আইয়ার ৮৭, চেতেশ্বর পূজারা-বিরাট কোহলি ২৪ রান করে করেন।

অন্যদিকে, বল হাতে বাংলাদেশের পক্ষে সফল ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। সাকিব ৭৯ রানে এবং তাইজুল ৭৪ রানে সমান ৪টি করে উইকেট শিকার করেছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটারদের ভুল, কিছু করার নেই ব্যাটিং কোচের

ব্যাটারদের ভুল, কিছু করার নেই ব্যাটিং কোচের

‘যাদের ধৈর্য বেশি তারাই ফল পাবে’

‘যাদের ধৈর্য বেশি তারাই ফল পাবে’

২২৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

২২৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

মিরপুর টেস্টে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ

মিরপুর টেস্টে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ