ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ফ্যাক্টবক্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ এএম, ০৪ অক্টোবর ২০১৮
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ফ্যাক্টবক্স

রাজকোটে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন সিরিজের ফ্যাক্টবক্সের দিকে নজর দেয়া যাক।

ভারত :
টেস্ট র‌্যাংকিং : এক।
অধিনায়ক : বিরাট কোহলি।
কোচ : রবি শাস্ত্রী।
র‌্যাংকিং সেরা ব্যাটসম্যান : বিরাট কোহলি (প্রথম)।
র‌্যাংকিং সেরা বোলার : রবীন্দ্র জাদেজা (চতুর্থ)।
সম্প্রতি পারফরমেন্স : ১. ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে হারে ভারত।
২. দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জয়।
৩. দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হার।
৪. দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জয়।
৫. শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জয়।

ওয়েস্ট ইন্ডিজ :
টেস্ট র‌্যাংকিং : অষ্টম।
অধিনায়ক : জেসন হোল্ডার।
কোচ : স্টুয়ার্ট ল।
র‌্যাংকিং সেরা ব্যাটসম্যান : ক্রেইগ ব্র্যাথওয়েট (ত্রয়োদশ)।
র‌্যাংকিং সেরা বোলার : শ্যানন গাব্রিয়েল (একাদশ)।
সম্প্রতি পারফরমেন্স : ১. দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয় ।
২. দেশের মাটিতে শ্রীলংকার সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র।
৩. নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হার।
৪. জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জয়।
৫. ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হার।

অতীত পরিসংখ্যান :
মুখোমখি : ৯৪বার।
ভারত জয়ী : ১৮বার।
ওয়েস্ট ইন্ডিজের জয় : ৩০বার।
ড্র : ৪৬বার।
ভারতের মাটিতে ম্যাচ : ৪৫টি।
ভারত জয় : ১১টি।
ওয়েস্ট ইন্ডিজ জয় : ১৪টি।
ড্র : ২০।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে ধরে রাখা খেলোয়াড় তালিকা প্রকাশ

বিপিএলে ধরে রাখা খেলোয়াড় তালিকা প্রকাশ

রেকর্ড সর্বনিম্ন রান, পাকিস্তানের কাছে হারলো মেয়েরা

রেকর্ড সর্বনিম্ন রান, পাকিস্তানের কাছে হারলো মেয়েরা

এপিএল খেলতে দুবাই গেলেন তাসকিন

এপিএল খেলতে দুবাই গেলেন তাসকিন

পাইলট হওয়ার লক্ষ্যে ক্রিকেটকে বিদায় জানালেন কার্টার

পাইলট হওয়ার লক্ষ্যে ক্রিকেটকে বিদায় জানালেন কার্টার