রেকর্ড সর্বনিম্ন রান, পাকিস্তানের কাছে হারলো মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৩ অক্টোবর ২০১৮
রেকর্ড সর্বনিম্ন রান, পাকিস্তানের কাছে হারলো মেয়েরা

ব্যাটসম্যানদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বুধবার কক্সবাজারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী পাকিস্তানের ৫৮ রানে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। এ জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হলে দ্বিতীয় ম্যাচেও আউটফিল্ড সমস্যার কারণে ৬ ওভার কমিয়ে ১৪ ওভারে নির্ধারণ করা হয়।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ১৪ ওভারে ৫ উইকেটে ৮৮ রান করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক জাভেরিয়া খান। তার ১৮ বলের ইনিংসে ২টি চার ও ১টি ছক্কা ছিল। এ ছাড়া নাহিদা খান ১৮ ও মুনিবা আলি-আলিয়া রিয়াজ ১০ রান করে করেন। বল হাতে বাংলাদেশের নাহিদা আক্তার ২টি ও জাহানারা আলম-লতা মন্ডল ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ৮৯ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে নিয়মিত বিরতি দিয়ে দিয়ে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। উইকেট হারানোর ধারাবাহিকতা অব্যাহত থাকায় ১২ দশমিক ৫ ওভারে মাত্র ৩০ রানেই গুটিয়ে যায় তারা।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ। লজ্জার রেকর্ডের দিন বাংলাদেশের কোন ব্যাটসম্যানই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি। দলের পক্ষে রুমানা আহমেদ ৯, নিগার সুলতানা ৬ ও ফাহিমা খাতুন ৩ রান করেন। পাকিস্তানের আনাম আমিন শূন্য রানে ৩ উইকেট নেন।

আগামী ৫ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারীদের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারীদের দল ঘোষণা

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

শেবাগ-আফ্রিদি কে কাকে ভয় পেতেন, জানেন কী?

শেবাগ-আফ্রিদি কে কাকে ভয় পেতেন, জানেন কী?

টি-টেন শুরু নভেম্বরে, বেড়েছে দল

টি-টেন শুরু নভেম্বরে, বেড়েছে দল