ধাক্কা সামলে ভালো অবস্থানে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ পিএম, ২৪ নভেম্বর ২০১৮
ধাক্কা সামলে ভালো অবস্থানে পাকিস্তান

ছবি : ক্রিকইনফো

শুরুর ধাক্কা সামলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। আজহার আলী ও হারিস সোহেলের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান তুলেছে পাকিস্তান।

টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। ইমাম উল হক ও মোহাম্মদ হাফিজ ৯ রান করে ফিরেন। এরপর শুরুর ধাক্কা সামাল দেন আজহার ও সোহেল।

দু’জনে মিলে ১২৬ রানের জুটি গড়েন। ৮১ রান করে আজহার ফিরলেও ৮১ রানে অপরাজিত থেকে যান সোহেল। দু’জনে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।

মাঝে ১২ রানে ফিরেছেন আসাদ শফিক। সোহেলের সাথে ১৪ রানে অপরাজিত আছেন বাবর আজম। নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম ৩১ রানে ২ উইকেট নেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্পিনারদের দাপটে বাংলাদেশের  জয়

স্পিনারদের দাপটে বাংলাদেশের জয়

শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার রহস্য জানালেন সাকিব

শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার রহস্য জানালেন সাকিব

সাকিবের ২০০ উইকেটের মাইলফলক

সাকিবের ২০০ উইকেটের মাইলফলক

ঢাকা টেস্টে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল

ঢাকা টেস্টে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল