বক্সিং’ডে টেস্টের প্রথম দিনেই ১৪ উইকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮
বক্সিং’ডে টেস্টের প্রথম দিনেই ১৪ উইকেট

ছবি : ক্রিকইনফো

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার বক্সিং’ডে টেস্টের প্রথম দিনই ১৪ উইকেটের পতন হয়েছে। বোলারদের দিনে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে দিন শেষে ৪ উইকেটে ৮৮ রান করে সফরকারী শ্রীলঙ্কা। ৬ উইকেট হাতে নিয়ে ৯০ রানে পিছিয়ে লঙ্কানরা।

সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ব্যাট হাতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। শ্রীলঙ্কান বোলারদের তোপে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে তারা। স্কোর বোর্ডে ৬৪ রান উঠতেই ৬ উইকেট হারায় কিউইরা। এসময় শ্রীলঙ্কার দুই পেসার সুরাঙ্গা লাকমাল ৪টি ও লাহিরু কুমারা ১টি উইকেট নেন। একটি রান আউট হয়।

জিত রাভাল ৬, আগের ম্যাচে ২৬৪ রান করা টম লাথাম ১০, অধিনায়ক কেন উইলিয়ামসন ২ ও হেনরি নিকোলস ১ রান করে লাকমালের শিকার হন। কুমারার একমাত্র শিকার ছিলেন ১ রান করা কলিন ডি গ্র্যান্ডহোম। ২৭ রান করা রস টেইলর ফিরেন রান আউট হয়ে।

উপরের সারির ছয় ব্যাটসম্যানকে হারানোর পর সপ্তম উইকেটে দলের হাল ধরেন উইকেটরক্ষক বিজে ওয়াটলিং ও টিম সাউদি। শ্রীলঙ্কা বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। এই জুটির কাছ থেকে দল পায় ১০৮ রান। ওয়াটলিং হাফ-সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে ফিরলেও টেস্ট ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে নেন সাউদি।

ওয়াটলিং ৪৬ রানে ফেরার পর টেল-এন্ডাররা সাউদিকে সঙ্গ দিতে পারেননি। তাই ১৭৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সাউদি ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৫ বলে ৬৮ রান করেন। শ্রীলঙ্কার লাকমাল ৫৪ রানে ৫ উইকেট নেন। ৫৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট পেলেন লাকমাল। ২০১৬ সালের ডিসেম্বরে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের পাঁচ উইকেট নিয়েছিলেন লাকমাল।

চা-বিরতির পর নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে নিজেরা ব্যাট হাতে নামে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের পেসার সাউদির বোলিং তোপে স্বস্তিতে ব্যাট করতে পারেনি লঙ্কানরা। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ রান করার পর ২১ রানের মধ্যে শ্রীলঙ্কার প্রথম তিন ব্যাটসম্যানকে বিদায় করেন সাউদি। চতুর্থ উইকেটে ৩০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।

তবে এই জুটিকে দলীয় ৫১ রানে ভাঙ্গেন গ্র্যান্ডহোম। ১৫ রান করে বিদায় নেন মেন্ডিস। এরপর রোশেন সিলভাকে নিয়ে দিনের খেলা শেষ করেন ম্যাথুজ। ম্যাথুজ ২৭ ও সিলভা ১৫ রানে অপরাজিত আছেন। সাউদি ২৯ রানে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১৭৮/১০ ৫০ ওভার (সাউদি ৬৮, ওয়াটলিং ৪৬, লাকমাল ৫/৫৪)।
শ্রীলঙ্কা : ৮৮/৪, ৩২ ওভার (ম্যাথুজ ২৭*, মেন্ডিস ১৫, সাউদি ৩/২৯)।


শেয়ার করুন :


আরও পড়ুন

এক দশকের রেকর্ড ভাঙলেন স্টেইন

এক দশকের রেকর্ড ভাঙলেন স্টেইন

ওয়ার্নারকে দুষলেন ব্যানক্রফট

ওয়ার্নারকে দুষলেন ব্যানক্রফট

নিষেধাজ্ঞা মুক্তির দুইদিন পরেই মাঠে নামছেন স্মিথ-ওয়ার্নার

নিষেধাজ্ঞা মুক্তির দুইদিন পরেই মাঠে নামছেন স্মিথ-ওয়ার্নার

দুই ওপেনারকেই বাদ দিল ভারত

দুই ওপেনারকেই বাদ দিল ভারত