ইংল্যান্ডকে তিন দিনে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
ইংল্যান্ডকে তিন দিনে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: এপি

সত্যিকার অর্থেই ইংল্যান্ডকে নিয়ে খেলল ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীরা পাত্তাই পেলো না সিরিজের দ্বিতীয় টেস্টে। অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইংলিশরা। তারই পথ ধরে তিন দিনেই টেস্ট জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একইসঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেছে জেসন হোল্ডারের দল।

অ্যান্টিগা টেস্ট হেসে-খেলে ১০ উইকেটে জিতেছে ক্যারিবীয়রা। তিন ম্যাচের সিরিজে এখন ২-০ লিড উইন্ডিজের। দশ বছর পর ফের ‘দ্য উইজডেন ট্রফি’ জিতল তারা। শেষ ২০০৯ সালে ইংলিশদের বিপক্ষে টেস্ট জয়ের আনন্দে মেতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

মায়ের মৃত্যুর খবর নিয়ে মাঠে নামেন আলজারি জোসেফ। তবে সতীর্থরা ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে উঠায় দ্রুতই ঘরে ফিরতে পারলেন এই ক্যারিবীয় পেসার। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসেও কিছুই করতে পারল না। শোককে শক্তি বানিয়ে ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা!

শনিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আর প্রথম ইনিংসে অলআউট হয় ৩০৬ রানে। ড্যারেন ব্রাভো ২১৬ বলে খেলে করেন ৫০ রান।

এরপর দ্বিতীয় ইনিংসে নেমে সেই ব্যর্থতার বৃত্তেই বন্ধী থেকেছে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের আক্রমনে দিশেহারা হয়েছেন সফরকারী দলের ব্যাটসম্যানরা। একমাত্র জস বাটলার কিছুক্ষণ লড়লেন। তার ব্যাটে ৪৮ বলে ২৪ রান। অন্যরা উইকেটে আসা যাওয়ার মিছিলে সামিল হয়েছেন। ৪২ ওভারে ১৩২ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস।

west indis

অধিনায়ক হোল্ডার ৪৩ রানে নেন ৪ উইকেট। কেমার রোচ ৫২ রানে শিকার করেন ৪ উইকেট। দুটি উইকেটে জোসেফের।

জিততে এরপর ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৪ রান। ২.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ক্রেইগ ব্র্যাথওয়েট (৫) ও জন ক্যাম্পবেল (১১ রান) হাত ধরে দল পায় ১০ উইকেটের বিশাল জয়।

সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু আগামী আগামী শনিবার। যেখানে ফলোঅন বাঁচাতেই লড়বে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৭/১০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩১ ওভারে ৩০৬/১০ (ব্রাভো ৫০, হোল্ডার ২২, রোচ ৬, জোসেফ ৭, গ্যাব্রিয়েল ১*; অ্যান্ডারসন ২/৭৩, ব্রড ৩/৫৩, স্টোকস ২/৫৮, মঈন ৩/৬২)
ইংল্যান্ড ২য় ইনিংস: ৪২ ওভারে ১৩২/১০ (বার্নস ১৬, ডেনলি ১৭, বেয়ারস্টো ১৪, রুট ৭, বাটলার ২৪, স্টোকস ১১, মঈন ৪, ফোকস ১৩, কারান ১৩*, ব্রড ০, অ্যান্ডারসন ০; রোচ ৪/৫২, হোল্ডার ৪/৪৩, জোসেফ ২/১২)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ২.১ ওভারে ১৭/০ (ব্র্যাথওয়েট ৫*, ক্যাম্পবেল ১১*; ব্রড ০/৬)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
ম্যাচসেরা: কেমার রোচ

 


শেয়ার করুন :


আরও পড়ুন

বাফুফে একাডেমির জন্য শেরপুরে ৭ ফুটবলার বাছাই

বাফুফে একাডেমির জন্য শেরপুরে ৭ ফুটবলার বাছাই

বার্নস-হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়ে

বার্নস-হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়ে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের কেন এমন হয়?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের কেন এমন হয়?

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাহসিকতার অভাব ?

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাহসিকতার অভাব ?