টেস্টে রাজত্ব করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
টেস্টে রাজত্ব করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

এক সময় টেস্টে রাজত্ব করা ওয়েস্ট ইন্ডিজ ফের আগের সোনালী সময় ফিরেয়ে আনতে চায়। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের এমনটাই বুঝা যাচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর পর এমন কথা বলেন হোল্ডার। বারবাডোজ এবং এন্টিগায় পর পর দুই টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিশ্চিত করার পর গ্রস আইলেটে তৃতীয় ও শেষ ম্যাচে স্বান্তনার জয় পায় সফরকারী ইংল্যান্ডে।

জেসন হোল্ডার বলেন, আমাদের দলের প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বের এক নম্বর দলে পরিণত হওয়া।

মন্থর গতির বোলিংয়ের দায়ে তৃতীয় ম্যাচ মিস করা হোল্ডার বলেন, ‘আমাদের যথেষ্ঠ উন্নতি হচ্ছে এবং অনেক বেশি ধারাবাহিকতা বজায়ে রাখছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের বোলাররা অসাধারণ পারফরমেন্স করছে। এখন আমাদের ব্যাটসম্যানদের আরো অবদান রাখতে হবে। এখানে থেমে থাকলে চলবে না এ ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দল হওয়া এবং এ জন্য আমাদের আরো উন্নতি করতে হবে।’

১৯৭০-৮০ দশকে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছে ওয়েস্ট ইন্ডিজ। অথচ বর্তমানের দলটি যেন তার ছায়া। বছরের পর বছর ধুকতে থাকা ক্যারিবিং দলটি বর্তমানে কেবলমাত্র বাংলাদেশ ও জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে থেকে র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে রয়েছে।
টেস্ট শেষে এবার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াটওয়াশের লজ্জা এড়ালো ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াটওয়াশের লজ্জা এড়ালো ইংল্যান্ড

নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

ইংল্যান্ডকে তিন দিনে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডকে তিন দিনে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের কেন এমন হয়?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের কেন এমন হয়?