সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?

নিউজিল্যান্ডের বোলারদের গতিময় বলে তেমন একটা সুবিধা করতে পারছে না বাংলাদেশ। এক প্রকার নিরব দর্শকের মতোই ওয়ানডেতে টাইগারদের হার মেনে নিতে হয়েছে।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে থাকছে ‘সবুজ উইকেট’। এ যেন টাইগারদের মরার উপর খারার ঘা‘য়ের মতো। কারণ সবুজ উইকেটে বাংলাদেশের ক্রিকেটারদের তেমন একটা খেলার অভ্যাস নেই। এছাড়া ব্ল্যাকক্যাপসদের সুইং বল আর বাতাস তো আছেই।

এমন দুঃসময়ে ইনজুরি নামক শব্দটা যেন বাংলাদেশের ঘাড়ে চেপেছে। খেলোয়াড়দের ইনজুরি কারণে টেস্টে ভালো করা নিয়ে রয়েছে সংশয়। কোচ পরিষ্কার জানিয়েদিয়ছেন মুশফিক এখনও সুস্থ নন। আলট্রাসনোগ্রাম করা হয়েছে কিন্তু মিলেনি কোনও সুখবর। ফলে মুশফিক হ্যামিল্টনে প্রথম টেস্ট খেলছেন না।

সুস্থ হয়ে দলে ফিরতে পারেননি টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। রয়েছে মোস্তাফিজকে নিয়েও সংশয়। আসন্ন বিশ্বকাপকের কথা মাথায় রেখে বোলিং কোচ চাচ্ছেন না তাকে তিনটি ম্যাচে খেলাতে।

তবে আশা করা কথা হলো, হ্যামিল্টনের ‘সবুজ উইকেটে’ রান তোলা ততটা কঠিন নয়। এই উইকেটে এখন পর্যন্ত প্রথম ইনিংসে ভালো রান উঠেছে। ফলে বাংলাদেশের খেলোয়াড়রা নির্ভয়ে খেলতে পারে তাহলে হয়তো টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে।

হ্যামিলটনের হেড পিচ কিউরেটর কার্ল জনসন বলেন, সবুজ এই উইকেট নিয়ে খেলোয়াড়রা যতটা ভয় পায়, আসলে সেটা ততটা নয়। এখানে ভালো রান করা যায়। হয়তো প্রথম ও দ্বিতীয় ইনিংসে বল একটু সুইং খাবে, কিন্ত পরে স্বাভাবিক হয়ে যায় এই উইকেটে।

বাংলাদেশের কোচ স্টিভ রোডস বলেন, পিচ কিউরেটর যা বলেছেন মিথ্যা বলেননি। উইকেট দেখে যতটা কঠিন মনে হচ্ছে, আসলে তা নয়। তাই ভয় পাওয়ার কোন কারণ নেই। তবে এখানে আগে থেকে ভেবে ব্যাট করা যাবে না। বলের গতি বুঝে ব্যাট করলে ভালো করা যাবে।

আগামী বৃহস্পতিবার হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুটি টেস্ট হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে প্রথম টেস্ট। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে পরের দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ৮ ও ১৬ মার্চ


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড

বাংলাদেশকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড

ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০তে প্রথম সেমিফাইনালে শাইনপুকুর

ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০তে প্রথম সেমিফাইনালে শাইনপুকুর

সিরিজ জিতলেই অষ্টমস্থানে উঠবে বাংলাদেশ

সিরিজ জিতলেই অষ্টমস্থানে উঠবে বাংলাদেশ

মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবে ভাবছেন ওয়ালশ

মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবে ভাবছেন ওয়ালশ