প্রথম টেস্টে নেই মোস্তাফিজ, অভিষেকের অপেক্ষায় ইবাদত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
প্রথম টেস্টে নেই মোস্তাফিজ, অভিষেকের অপেক্ষায় ইবাদত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে দলের বাইরে রাখা হয়েছে। মূলত আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। মোস্তাফিজের অনুউপস্থিতিতে টেস্টে অভিষেক হতে পারে আরেক পেসার ইবাদত হোসেনের।

বৃহস্পতিবার হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাটটি শুরু হবে।

প্রথম টেস্টে বাংলাদেশের জন্য রয়েছে আরো দুঃসংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সময় মুশফিকুর রহিমের পাঁজরের পুরোনো চোটটা জেগে উঠে। এরপর এই পাঁজরের সমস্যার সঙ্গে যুক্ত হয় সাইড স্ট্রেইন আর কব্জির চোট। ফলে প্রথম টেস্টে মুশফিকুর রহিমনের খেলার কোন সম্ভাবনা নেই।

তবে সুখবর হলো ইনফর্মে থাকা মিঠুন দলে ফিরছেন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তৃতীয় ও শেষ ম্যাচটিতে আর মাঠে নামা হয়নি মিডল অর্ডার এই ব্যাটসম্যানের। তবে তিনি পুরোপুরি সুস্থ। তাই প্রথম টেস্টে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ অর্ধশতক করা এ ব্যাটসম্যানকে।

সূ্ত্রে জানা গেছে, প্রথম টেস্টে বাংলাদেশ মাঠে নামবে ছয় ব্যাটসম্যান নিয়ে। তারা হলেন- তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ আর সৌম্য সরকার।

তার সঙ্গে তিন পেসার- ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি আর খালিদ আহমেদ। দুই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন-মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম।

প্রথম টেস্টে বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি আর খালিদ আহমেদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?

সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?

বল হাতে সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাইজুল

বল হাতে সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাইজুল

 নিউজিল্যান্ডের বিপক্ষে রান সংগ্রহে শীর্ষে সাকিব-তামিম

 নিউজিল্যান্ডের বিপক্ষে রান সংগ্রহে শীর্ষে সাকিব-তামিম