বাংলাদেশকে সমীহ করলেও ভীত নয় আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশকে সমীহ করলেও ভীত নয় আফগানিস্তান

ছবি : বিসিবি

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্টে আন্ডারডগ হিসেবে আফগানিস্তান মাঠে নামবে বলে স্বীকার করেছেন সফররত দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ এন্ডি মোলস। তবে তার দল চাপ মুক্ত ক্রিকেট খেলবে বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৩ সেপ্টম্বর) চট্টগ্রামে সাংবাদিকদের মোলস বলেন, আমাদের আরও বেশি ধারাবাহিক হওয়া দরকার, আমরা মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছি, এটা হবে আমাদের তৃতীয় ম্যাচ। আমাদের দীর্ঘ সময় ব্যাট করতে হবে, প্রথম কিংবা ফার্স্ট স্পেলে আমাদের আরও ভালো বোলিং করতে হবে। আপনারা জানেন, টেস্ট ক্রিকটে অনেক কঠিন তাই মাঠে আমাদের সর্বোচ্চ মনোযোগের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আমি কাউকে ছাড় দেব না।

তিনি বলেন, আমরা এখনো খুব বেশি টেস্ট খেলিনি এটা ঠিক। আমরা ভালো খেলতে না পারলেও এটা শিক্ষণীয় বিষয় হতে পারে এবং সব দিকেই আমাদের খেলার উন্নতি ঘটাতে হবে। পাশাপশি আমাদের আরও বেশি টেস্ট খেলা প্রয়োজন। দীর্ঘ দিন যাবত নিজ মাঠে খুব ভালো ক্রিকেট খেলায় আমরা বাংলাদেশ দলকে সমীহ করি এবং আন্ডারডগ হিসেবেই আমরা এখানে এসেছি।

এ আফগান কোচ বলেন, আমরা চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। কাজটা সহজ হবে আমরা এমনটা মনে করছি না। সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারলে আমরা বিশেষ কিছু করতে সক্ষম হব।

স্বাগতিক দল বাংলাদেশ স্পিন আক্রমণ দিয়ে ঘায়েল করতে চাইবে সে বিষয়ে তারা অবগত এবং সে চ্যালেঞ্জ নিতেও তারা প্রস্তুত।
মোলস বলেন, বাংলাদেশ নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। এখানে এসেছি আমরা কী করতে পারি সে বিষয়ে কথা বলতে। তারা (বাংলাদেশ) কিভাবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করবে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। অধিনায়ক রশিদ খানের নেতৃত্বে দল কিভাবে ভালো করতে পারে আমি কেবল সেটাই বলতে পারি। আমাদের চ্যাঞ্জে হচ্ছে ধারাবাহিকতা। একই সঙ্গে আমাদের দলে দক্ষ খেলোয়াড়ও আছে।

তিনি আরও বলেন, আমি বিস্মিত নই। গত কয়েক ম্যাচে আমি আপনাদের ফলাফল দেখেছি। এখানে স্বাগতিক হওয়া সুবিধা থাকবে। বরং তারা স্পিন নির্ভর দল গঠন না করলেই আমি বিস্মিত হব। আমাদের স্পিন আক্রমণও খুব ভালো।

বাংলাদেশের ন্যায় আফগানিস্তানেরও শক্তিশালী স্পিন আক্রমণ বিভাগ থাকায় ম্যাচ জয়ের আশা ছাড়ছে না তারা। মোলস বলেন, ম্যাচটি জিততে পারলে তা হবে আফগান ক্রিকেটের জন্য একটা বড় অর্জন। জয় পাওয়াটা হবে অনেক বড় কিছু। আমরা ভালো খেলি কারণ ছেলেদের সে সক্ষমতা আছে। বাংলাদেশ নিয়ে আমরা ভীত নই। তবে আমরা তাদের সমীহ করি। নিজেদের কিভাবে খেলতে হবে আমরা সেটা জানি। আশা করছি ড্রেসিং রুম ও টিম মিটিংয়ের পরিকল্পনা অনুযায়ী ছেলেরা খেলবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো

হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো

বাংলাদেশের কন্ডিশনে সুবিধা দেখছেন মোহাম্মদ নবী

বাংলাদেশের কন্ডিশনে সুবিধা দেখছেন মোহাম্মদ নবী

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়বেন রশিদ খান

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়বেন রশিদ খান