দুই ঘণ্টা দেরিতে শুরু হলো চতুর্থ দিনের খেলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৯
দুই ঘণ্টা দেরিতে শুরু হলো চতুর্থ দিনের খেলা

ছবি : বিসিবি

আলো স্বল্পতার কারণে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা ২০ মিনিট আগেই শেষ করা হয়। সেই অনুযায়ী চতুর্থ দিন রোববার ২০ মিনিট আগে খেলা শুরু করার কথা ছিল। তবে তাও তো হয়নি, বরং নির্ধারিত সময়ের আরও পৌনে দুই ঘণ্টা পরে শুরু করতে হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বন্দর নগরী চট্টগ্রামে বৃষ্টির কারণে বাংলাদেশ-আফগানিস্তানে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে (সকাল ১০টা) শুরু হতে পারেনি। বৃষ্টি থেমে গেলে বেলা ১১টা ৫০ মিনিটের খেলা শুরু করা হয়। অর্থাৎ নির্ধারিত সময়ে ১ ঘণ্টা ৫০ মিনিট ও আগের দিনের ২০ মিনিট মিলে মোট ২ ঘণ্টা ১০ মিনিট পর খেলা শুরু করা হয়।

এর আগে একমাত্র টেস্টে তৃতীয় দিন শেষে ২ উইকেট হাতে রেখে ৩৭৪ রানে এগিয়ে ছিল সফরকারী আফগানিস্তান। বৃষ্টি শেষে তারা আবারও ব্যাট হাতে মাঠে নেমেছে।

শনিাবর (৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আফগানিস্তানের দুই উইকেট হারায়। টাইগার অধিনায়ক সাকিবের করা প্রথম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তুলে নেন দুই আফগান ব্যাটসম্যানকে।

তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন এহসানউল্লাহ জানাত (৪)। এরপর প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রহমত শাহ সাকিবের ফ্লাইটেড ডেলিভারি খানিকটা ক্রিজ থেকে বের হয়ে এসে ব্লক করতে গেলে কট অ্যান্ড বোল্ড হন।

তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে আফগানিস্তান। ১৪ ওভারের জুটিতে ২৪ রান যোগ করেন ইব্রাহিম জাদরান ও হাসমতউল্লাহ শহীদি। শেষ পর্যন্ত এ জুটি ভাঙেন নাঈম হাসান। তার ঘূর্ণিতে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়েছেন শহীদি (১২)।

এরপর আফসার আজগারকে (৫০) ফেরান তাইজুল ইসলাম। লাঞ্চের পর বড় লিডের দিকে যাচ্ছিল সফরকারীরা। সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া ইব্রাহিম জাদরানকে ফেরান নাঈম হাসান। ইব্রাহিম ছয়টি চার ও চারটি ছক্কার মারে করেন ৮৭ রান।

মিরাজের বলে এরপর মোহাম্মদ নবী এবং তাইজুলের বলে রশিদ খান আউট হন। আর শেষ পর্যন্ত কায়েস হামাদ সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

৮ উইকেটের হারিয়ে তৃতীয় দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৩৭ রান। আর প্রথম ইনিংসের ১৩৭ রানের লিডসহ বাংলাদেশের সামনে আফগানিস্তানের মোট লিড হলো ৩৭৪ এবং হাতে রয়েছে এখনো ২ উইকেট।

এর আগে আফগানিস্তানের করা প্রথম ইনিংসের ৩৪২ রানের জবাবে ২০৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৩৭ রানে পিছিয়ে থাকে সাকিবের দল।

## বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ : সরাসরি সম্প্রচার


শেয়ার করুন :


আরও পড়ুন

উইকেটকে দোষারোপ করলেন সাকিব

উইকেটকে দোষারোপ করলেন সাকিব

এখনো আশায় রয়েছে বাংলাদেশ

এখনো আশায় রয়েছে বাংলাদেশ

তাইজুলের ঘূর্ণিতে রেকর্ড বঞ্চিত আসগর

তাইজুলের ঘূর্ণিতে রেকর্ড বঞ্চিত আসগর

স্বপ্ন পূরণে গর্বিত রহমত শাহ

স্বপ্ন পূরণে গর্বিত রহমত শাহ