মমিনুলেন নেতৃত্বেই ইতিহাসের সাক্ষী হবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ৩০ অক্টোবর ২০১৯
মমিনুলেন নেতৃত্বেই ইতিহাসের সাক্ষী হবে বাংলাদেশ

ফাইল ছবি

স্বাগতিক ভারতের প্রস্তাব অনুযায়ী দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে সাকিব বিহীন ভারত সফরে দুই টেস্টের সিরিজের মধ্যে কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় ও শেষ ম্যাচটি দিবা-রাত্রিতে খেলবে বাংলাদেশ। অধিনায়ক মমিনুলের নেতৃত্বে ২২ নভেম্বর শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ভারতের বিপক্ষে ফ্লাড লাইটের অধীনে গোলাপী বলে দিবা-রাত্রির ম্যাচ নিয়ে দারুণ রোমাঞ্চিত।বলেন, ‘আমি গোলাপি বলের টেস্ট নিয়ে কথা বলছি। একজন কোচ, কতিপয় খেলোয়াড় ও অন্য সব সিনিয়র খেলোয়াড়দের জন্য এটা একটা বড় সুযোগ বলে আমি মনে করছি।’

ডোমিঙ্গো বলেন, ভারত এর আগে দিবা-রাত্রির টেস্ট খেলেনি। আমরাও খেলিনি। ইডেন গার্ডেনে এটা হতে যাচ্ছে একটা বড় উৎসব। উভয় দলের জন্যই এটা হবে একটা নতুন অভিজ্ঞতা। আমরা দারুণ রোমাঞ্চিত। বিশ্বের সেরা দলগুলোর একটির সম্ভবত বিশ্ব সেরা দলটির বিপক্ষে ফ্লাড লাইটে খেলাটা হবে দারুণ একটা উৎসব। সত্যিই আমরা এ চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।

বিসিসিআই এর নবনিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছ থেকে এ প্রস্তাবটি আসে। গোলাপী বলের খেলায় অধিনায়ক বিরাট কোহলিও সম্মত রয়েছেন। এর আগে ২০১৮ সালে দিবা-রাত্রির টেস্টের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ভারত।

এর আগে নিউজিল্যান্ডেও একই রকম প্রস্তাব পেয়েছিল বাংলাদেশ। তবে প্রস্তুতির ঘাটতির কারণে রাজি হয়নি টাইগাররা। এবার বাংলাদেশ দলের কোচ ডোমিঙ্গো বলছেন, পরিবর্তন একটি ভালো সুযোগ।

তিনি বলেন, দুই দলের (ভারত-বাংলাদেশ) জন্যই এটি সমান হবে। কারো প্রচুর প্রস্তুতি নেই। তবে এটি হবে রোমঞ্চকর একটি ম্যাচ। গোলাপী বলের কারণে দুই দলই সমান সুযোগ পাবে। এ সুযোগ পেয়ে আমরা দারুণভাবে রোমঞ্চিত।

বাংলাদেশ দলের কোচ আরও বলেন, আমরা জানি ভারত খুবই ভালো একটি টেস্ট দল। সম্ভবত তারাই বিশ্বের এক নম্বর টেস্ট দল। কিন্তু গোলাপী বলের টেস্টে দুই দলের মধ্যেই রয়েছে অনিশ্চয়তা। দুই দলই জানে না কিভাবে গোলাপী বলে খেলতে হবে।

তিনি বলেন, আমার খেলোয়াড়ি আমলে দক্ষিণ আফ্রিকার হয়ে গোলাপী বলে টেস্ট খেলার অভিজ্ঞতা হয়েছিল। সেটি ছিল এডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে আমরা একটি অনুশীলন ম্যাচও খেলেছি। আমরা কয়েকটি মাত্র সেশন পেয়েছিলাম। তাই এটি শুরুর জন্য সময় খুবই কম পাওয়া যায়। আশা করছি ওই ঘটনাটিকে আমি এখন কাজে লাগাতে পারব।

এদিকে ভারত সফরে আগে বাংলাদেশ ক্রিকেট দলের ওপর দিয়ে বয়ে গেছে বড় ঝড়। টাইগারদের নিয়মিত টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক ও বিশ্বসেরা টাইগার অল-রাউন্ডার সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে । কারণ, সাকিব জুড়ায়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাবের রাজি না হলেও বিষয়টি বিসিবি বা আইসিসিকে জানাননি। না জানানোর অপরাধে তাকে শাস্তি পেতে হয়েছে।

সাকিব নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন মমিনুল হক। যেখানে ভারত সফরেই অধিনাঢয়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মমিনুল, সেখানে আবার দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। বিষয়টি বেশ ভাবাচ্ছেই বাংলাদেশকে।

টেস্ট দল
মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ টেস্ট ও টি-২০ ক্রিকেটে নতুন অধিনায়ক

বাংলাদেশ টেস্ট ও টি-২০ ক্রিকেটে নতুন অধিনায়ক

ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হয়ে দুঃখিত সাকিব

ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হয়ে দুঃখিত সাকিব

দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল ভারতীয় জুয়াড়ি

সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল ভারতীয় জুয়াড়ি