রেকর্ডের দ্বারপ্রান্তে আলীম দার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯
রেকর্ডের দ্বারপ্রান্তে আলীম দার

ফাইল ছবি

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে আম্পারিংয়ের রেকর্ড গড়তে যাচ্ছেন পাকিস্তানের আলীম দার। এতদিন সবচেয়ে বেশি ১২৮ টেস্ট ম্যাচ পরিচালনার রেকর্ডের মালিক ছিলেন স্টিভ বাকনর।

তবে বৃহস্পতিবার পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে মাঠে নেমেই সর্বোচ্চ ১২৯ টেস্ট ম্যাচ পরিচালনার রেকর্ডটি নিজের করে নেবেন আলীম দার।

এক দশক পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট খেলার পর পেশা হিসেবে আম্পারিংকে বেছে নেন ৫১ বছর বয়সী দার। ২০০৩ সালে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে ঢাকার মাঠে ফিল্ড আম্পায়ার হিসেবে ঘটে তার।

আইসিসির এলিট প্যানেলের এ আম্পায়ার বৃহস্পতিবার ক্যারিয়ারের ১২৯তম টেস্ট ম্যাচে আম্পয়ারিং করতে মাঠে নামবেন।

শ্রীলঙ্কার বিপক্ষে নিজ মাঠে পাকিস্তানের ওয়ানডে সিরিজে ২০০০ সালে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ২০৭টি ম্যাচ পরিচালনা করেছেন দ্রা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ পরিচালনাকারী দক্ষিণ আফ্রিকার রুডি কোয়েৎজারের ২০৯ম্যাচের রেকর্ড ভাঙ্গতে আর মাত্র দুই ম্যাচ দূরে আছেন পাকিস্তানের দার। ক্যারিয়ারে এ পর্যন্ত ৪৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচও পরিচালনা করেছেন তিনি।

মাইলফলকের সামনে থাকা দার বলেছেন, ‘এটা এমন একটা মাইলফলক যা ক্যারিয়ার শুরুর সময় আমি কখনো চিন্তা করিনি। সত্যিই এটা একটা অসাধারণ অনুভূতি এবং নিজ দেশের গুজরানওয়ালাতে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ায় মাঠে নামার সময় এটা হবে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ