পূজারাকে ফেরানোর ঔষধ বের করতে হবে : কামিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৪ মে ২০২০
পূজারাকে ফেরানোর ঔষধ বের করতে হবে : কামিন্স

সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে অজিদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন চেতেশ্বর পূজারা । চারটি টেস্টে তিনটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে করেছিলেন ৫২১ রান। পূজারাকে সামলাতে রীতিমতো বেগ পেতে হয়েছিল প্যাট কামিন্সকে। কামিন্সের ভয়, আগের বারের মতো যদি পূজারা ব্যাট করতে শুরু করে দেন, তা হলে সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া।

তাই ভারত যদি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যায়, তা হলে পূজারার জন্য বিশেষ পরিকল্পনা করে রাখবেন কামিন্স। তিনি বলেন, ‘২০১৮-১৯ সিরিজে পূজারা দুর্দান্ত খেলেছিল। ও (পূজারা) শুরু থেকেই স্ট্রোক খেলার মতো প্লেয়ার নয়। ক্রিজে আসার পর কিছুক্ষণ সময় নেয়। ওকে বিব্রত করা কঠিন।’

কামিন্সের ভয়, আগের বারের মতো যদি পূজারা ব্যাট করতে শুরু করে দেন, তা হলে সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া। কামিন্স বলেন, ‘গতবারের সফরের মতো যদি পূজারা ব্যাট করতে শুরু করে দেয়, তা হলে ওকে ফেরানোর ওষুধ বের করতে হবে আমাদের। গত বার তো উইকেট থেকে কোনও সাহায্যই পাওয়া যায়নি। এ বারের উইকেটে বাউন্স থাকবে বলেই আমার বিশ্বাস। সেক্ষেত্রে পূজারাকে আউট করার উপায় বের করতেই হবে।’

টেস্ট ক্রিকেটে এক নম্বর বোলার কামিন্স। তিনি মনে করছেন, আগের বারের থেকেও এবার বেশি প্রস্তুত অস্ট্রেলিয়া। কামিন্স বলেন, ‘আমার মনে হয় এবার আমরা আগের থেকেও বেশি প্রস্তুত। কারণ প্রত্যেকেরই অভিজ্ঞতা বেড়েছে। বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যাটসম্যান এসেছে দলে। ফলে আমরা আগের থেকে বেশি প্রস্তুত বলেই মনে করি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের পর আইপিএলকে সেরা টুর্নামেন্ট বলছেন বাটলার

বিশ্বকাপের পর আইপিএলকে সেরা টুর্নামেন্ট বলছেন বাটলার

নিজের সাফল্যের জন্য এবাদতকে কৃতিত্ব দিচ্ছেন রাহী

নিজের সাফল্যের জন্য এবাদতকে কৃতিত্ব দিচ্ছেন রাহী

আম্পায়ারের কাছে রাখা যাবে না টুপি-তোয়ালে

আম্পায়ারের কাছে রাখা যাবে না টুপি-তোয়ালে

হগের সময়ের সেরা টেস্ট একাদশে বাবর, নেই কোহলি

হগের সময়ের সেরা টেস্ট একাদশে বাবর, নেই কোহলি